Advertisement
Advertisement
Femina Miss India

ইঞ্জিনিয়ারিং পড়ুয়া থেকে দেশের সেরা সুন্দরী! ২০২০’র মিস গ্র্যান্ড ইন্ডিয়া তেলেঙ্গানার কন্যা

এবার লক্ষ্য বিশ্বের সেরা সুন্দরী হওয়া।

Telangana girl Manasa Varanasi bags Femina Miss India World 2020 Crown | Sangbad Pratidin
Published by: Paromita Kamila
  • Posted:February 11, 2021 6:32 pm
  • Updated:February 11, 2021 7:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মুম্বইয়ে আয়োজিত হয়েছে ভিএলসিসি ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া ২০২০ (VLCC Femina miss India 2020)। অনুষ্ঠানে বেছে নেওয়া হয়েছে দেশের সেরা তিন সুন্দরী। সেরার সেরা মুকুট উঠেছে তেলেঙ্গানার মেয়ে মানাসা বারাণসীর (Manasa Varanasi) মাথায়। পাশাপাশি হরিয়ানার মেয়ে মণিকা শেওকান্দের (Manika Sheokand) মাথায় উঠেছে ভিএলসিসি ফেমিনা মিস গ্র্যান্ড ২০২০’র মুকুট। অন্যদিকে, উত্তরপ্রদেশের মান্যা সিং (Manya Singh) পেয়েছেন ফেমিনা মিস ইন্ডিয়া রানার আপের খেতাব।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Femina Miss India (@missindiaorg)

Advertisement

অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন নেহা ধুপিয়া (Neha Dhupia), চিত্রাঙ্গদা সিং, পুলকিত সম্রাট (Pulkit Samrat) ও ফ্যাশন ডিজাইনার ফাল্গুনী ও শেন পিকক। সৌন্দর্য ও বুদ্ধিমত্তা দিয়ে সকলকে পিছনে ফেলে বিচারকদের মন জয় করে নিয়েছিলেন এই তিন সুন্দরী। তাঁদের মধ্য থেকে সেরার খেতাব পান তেলেঙ্গানার ইঞ্জিনিয়ার মানাসা বারাণসী। ২০২১’র ডিসেম্বরে ৭০তম মিস ওয়ার্ল্ড খেতাবের দাবিদার হিসাবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by manasa varanasi (@manasa5varanasi)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by manasa varanasi (@manasa5varanasi)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by manasa varanasi (@manasa5varanasi)

 

[আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙল সুস্মিতার! অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টে কীসের ইঙ্গিত?]

কে এই মানাসা? হায়দ্রাবাদে জন্ম মানাসার। ভাসাভি কলেজ থেকে ইঞ্জিনিয়রিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছোটবেলা থেকেই লাজুক ছিলেন। পছন্দ করেন ভারতনাট্যম নাচতে, গান শুনতে, বই পড়তে। চলার পথে মা, দিদা ও বোনের ভূমিকা তাঁকে বারবার অনুপ্রাণিত করেছে। এছাড়াও বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের কাজ ও ব্যক্তিত্ব-ও তাঁকে অনুপ্রাণিত করে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by manasa varanasi (@manasa5varanasi)

[আরও পড়ুন: ‘হ্যাকড’ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সাইবার অপরাধের শিকার অভিনেতা সোহম চক্রবর্তী]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement