Advertisement
Advertisement

Breaking News

Tekka Poster

বিচারের জন্য বন্দুক হাতে রুক্মিণী! ‘টেক্কা’ রহস্য ভেদ করলেন দেব

পুজোর বক্স অফিসে বড় বাজি হতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি।

Tekka Poster, Dev shared Rukmini Maitra's Maya look
Published by: Suparna Majumder
  • Posted:September 1, 2024 11:58 am
  • Updated:September 1, 2024 12:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সকালে ‘টেক্কা’ রহস্য ভেদ করলেন দেব (Dev)। শেয়ার করলেন ছবির নতুন পোস্টার। আর তাতেই বেশ কড়া মেজাজে রয়েছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে মায়ার ভূমিকায় অভিনয় করছেন তিনি। তারই লুক সোশাল মিডিয়ায় শেয়ার করা হল।

Rukmini-Tekka

Advertisement

“সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক….এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে”, ক্যাপশনে একথা লিখেই পোস্টারটি শেয়ার করেছেন দেব। তাসের কার্ডের ফ্রেমে রুক্মিণীকে দেখা যাচ্ছে। অভিনেত্রীর চুল ছোট করে কাটা। চোখে সানগ্লাস। মুখের অভিব্যাক্তিকে টের পাওয়া যাচ্ছে আর হাতে ধরা বন্দুক। যেন ‘রাফ অ্যান্ড টাফ’ পুলিশ অফিসার। ক্যাপশনে “ক্ষমতা! কতৃত্ব! বিচার!”, এই তিনটি শব্দও রয়েছে লেখা।

[আরও পড়ুন: মালয়ালি অভিনেত্রীদের যৌন হেনস্তার রিপোর্ট প্রকাশ্যে! তেলুগুতেও হোক, দাবি সামান্থার ]

সৃজিতের পুজোর ছবি ‘টেক্কা’তে যে তিনি ফের ইমেজ ভেঙে নতুন বাজি খেলবেন, তার ইঙ্গিত আগেই দিয়েছেন দেব। শুক্রবার সোশাল মিডিয়ায় টেক্কার(Tekka) একটি ছবি শেয়ার করেন তারকা। ছবিতে একটি স্ক্রিনের সামনে পরিচালক সৃজিতকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল। আর স্ক্রিনজুড়ে ছিল ‘টেক্কা’। এক পাশে শিশু কাঁধে দেবের ছবি। বন্দুক হাতে দৌড়াতে দেখা যায় তারকাকে।

 

বেশ কয়েক মাস আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে তাঁর প্রযোজনা সংস্থার অফিস থেকে একটি ছবি পোস্ট করেছিলেন দেব। সঙ্গে পোস্টে লিখছিলেন, অবশেষে ফাইনাল… আমরা আসছি ২০২৪ সালে। এই পোস্ট দেখেই হইচই শুরু হয়েছিল। দেব-সৃজিত এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। রুক্মিণী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ৮ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ‘টেক্কা’।

[আরও পড়ুন: আন্দোলনের মাঝেই রোগী দেখবেন জুনিয়র চিকিৎসকরা, শহরজুড়ে অস্থায়ী ক্যাম্প]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement