Advertisement
Advertisement

Breaking News

Tejas teaser

বক্স অফিসে ‘ফ্লপ ককপিট’ থেকে ওড়ার জন্য তৈরি! ‘তেজস’ টিজারেই রণহুঙ্কার কঙ্গনার, দেখুন ঝলক

পয়লা ঝলকেই আশা জাগালেন কঙ্গনা রানাউত।

Tejas teaser: Kangana Ranaut looks fierce in Air Force pilot's uniform | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 2, 2023 1:25 pm
  • Updated:October 2, 2023 3:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের যে কোনও অভিনেত্রীর তুলনায় বর্তমানে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ঝুলিতে কাজের সংখ্যা বেশি হলেও বক্স অফিসে কিন্তু তাঁর বাজার মন্দা। থালাইভি ডুবেছে। ৮৫ কোটির ‘ধাকড়’ বক্সঅফিসে আশার আলো না দেখতে পারেনি। উপরন্তু সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী ২’র রেজাল্টও সিনেবাজারে খুব একটা চলছে না! তবে লাগাতার ফ্লপ দিয়েও থেমে থাকেননি কঙ্গনা রানাউত। এবার ‘তেজস’-এর টিজার (Tejas teaser) প্রকাশ্যে নিয়ে এসে ‘ফ্লপ পিচ’ থেকে ওড়ার রণহুঙ্কার ছাড়লেন অভিনেত্রী।

সোমবার গান্ধীজয়ন্তীতে নতুন ছবি ‘তেজস’(Tejas) -এর ঝলক প্রকাশ্যে নিয়ে এসে দেশপ্রেম উসকে দিলেন কঙ্গনা। পাশাপাশি এও জানিয়ে দিলেন যে, এই ছবি মুক্তি পেতে চলেছে অক্টোবর মাসের ২৭ তারিখ। তার প্রাক্কালেই ৮ অক্টোম্বর রিলিজ করবেন ট্রেলার। ‘তেজস’-এ যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। যা কিনা ভারতের প্রথম আকাশপথে হামলার ঘটনা অবলম্বনে তৈরি।

Advertisement

সেনা জওয়ানের পোশাকে দুর্ধর্ষ কঙ্গনা। টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকও তুখড়। প্রযোজনা সংস্থার তরফে সেই ঝলক প্রকাশ্যে এনে আগেভাগেই ঘোষণা করে দেওয়া হল যে, “দেশের জন্য উড়তে প্রস্তুত কঙ্গনা রানাউত। কারণ ভারতকে গায়ে আঁচড় লাগলে ছেড়ে কথা বলা হবে না।” পয়লা ঝলকেই আশা জাগালেন কঙ্গনা রানাউত। এবার দেখার উৎসবের আবহে বক্স অফিসে কতটা সাড়া ফেলতে পারেন।

[আরও পড়ুন: ঘাতক ডেঙ্গুর বাড়বাড়ন্ত, বিধায়ককে বলেও লাভ হয়নি! ‘লিলুয়া কি ভাগাড়?’ জবাব তলব ইমনের]

প্রসঙ্গত, এই ছবির প্রযোজক রনি স্ক্রিওয়ালা। একাধিকবার মুক্তি পিছিয়েছে ‘তেজস’-এর। এর আগে কথা ছিল টাইগার শ্রফের গনপত-এর সঙ্গে একইদিনে ২০ অক্টোবর মুক্তি পাবে। তবে টিজার রিলিজ করে রিলিজের নতুন দিনক্ষণ প্রকাশ করলেন কঙ্গনা রানাউত।

[আরও পড়ুন: মোদির স্বচ্ছ ভারত অভিযানে বিদেশের সৈকত সাফাই অক্ষয়ের, শুনলেন ‘ওভার অ্যাক্টিং’ কটাক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement