Advertisement
Advertisement

Breaking News

REKKA Teaser

রেস্তরাঁর ভিতরে কঙ্কাল! সৃজিতের নতুন সিরিজের আগাম ঝলকেই জমজমাট রহস্য

কেন 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'? উত্তর লুকিয়ে এই ভিডিওতে।

Teaser Robindronath Ekhane Kawkhono Khete Aashenni is out | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 15, 2021 3:00 pm
  • Updated:July 15, 2021 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পূর্ণ সত্য জানতে পিলে পর্যন্ত চমকে যেতে পারে। এমন আভাস দিয়েই প্রকাশ্যে এল ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজের টিজার। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) পরিচালনায় সিরিজে দেখা যাচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, রাহুল বসু, অঞ্জন দত্ত, অনির্বাণ চক্রবর্তী এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

Advertisement

[আরও পড়ুন: ফেসবুকে অভাব-অনটনের কথা লিখতেই ট্রোল! যোগ্য জবাব দিলেন অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়]

বাংলাদেশের লেখক মহম্মদ নাজিমউদ্দিনের কাহিনি অবলম্বনে তৈরি হইচই (Hoichoi) প্ল্যাটফর্মের সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ (REKKA)। সৃজিত মুখোপাধ্যায় নিজে সিরিজের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। নিরুপম চন্দর ভূমিকায় অভিনয় করেছেন রাহুল বসু (Rahul Bose)। অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) হয়েছেন আতর আলি। টলিউডের আরেক অনির্বাণ অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti) হয়েছেন পুলিশ অফিসার তপন শিকদার। খরাজ খাসনবিশের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত (Anjan Dutt)। আর আজমেরি হক বাঁধন (Azmeri Haque Badhon) রয়েছেন মুসকান জাভেরির চরিত্রে।

প্রথমে নাকি ঠিক ছিল, প্রজেক্টটি বাংলাদেশের অভিনেতা, অভিনেত্রীদের নিয়েই হবে। কিন্তু করোনা (COVID-19) পরিস্থিতিতে ভিনদেশে শুটিং সম্ভব হয়নি। তাই সেই পরিকল্পনা বাতিল করতে হয়। এরপরই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ঠিক করেন, নিজের শহরেই কাজ করবেন। সেইমতো নতুন করে চরিত্রদের নির্বাচন করা হয়। রহস্য গল্পের জাল বুনতে ভালভাবেই জানেন সৃজিত। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, টিজার দেখার পর এমনটাই মনে করছেন অনেকে।  ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ রেস্তরাঁকে কেন্দ্র করেই কাহিনি এগিয়েছে। প্রত্যেক চরিত্রকেই রহস্যজনকভাবে টিজারে দেখা হয়েছে।  এই রহস্যের সমাধান হবে ১৩ আগস্ট। সেই দিন থেকেই হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিরিজটি। 

[আরও পড়ুন: ভাল চুমু খান শ্রীলেখা মিত্র! নিজের ব্যাপারে ৫ টি সত্য ফাঁস করলেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement