সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেগাস্টার রজনীকান্তের ‘জেলার’ বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল, কবে আসবে ছবির সিকুয়েল? অবশেষে মুক্তি পেল ‘জেলার ২’র টিজার। চার মিনিটের টিজারটি মন জিতে নিয়েছে ভক্তদের।
টিজারেও পুরোদস্তুর বজায় রজনী ম্যাজিক। শুরুতে একের পর এক গুন্ডার আগমন ও পিঠে কুড়ুল গিঁথে গিয়ে মৃত্যু। খানিক পরে রক্তার্ত সাদা জামা পরে হাতে বন্দুক ও তরোয়াল হাতে পর্দায় ‘এন্ট্রি’ হয় রজনীর। শোনা যায় আগের ছবির আবহ। বাকি সময়টা জুড়েও তাঁরই দাপট দেখা যায়।
স্বাভাবিক ভাবেই ছবিটি ঘিরে প্রত্যাশার পারদ চড়েছে। ভক্তদের দাবি, এই ছবিটি নিছক কোনও ছবিমাত্র নয়। বরং রজনীর এত বছরের ধারাবাহিক সাফল্যেরই নয়া প্রকাশ। অনেক নেটিজেনই লিখেছেন, এমন ক্যারিশ্মা কেবল রজনীকেই মানায়। দাবি, প্রথম তামিল ছবি হিসেবে এটিই বোধহয় হাজার কোটির ক্লাবে পৌঁছবে।
নেলসনের পরিচালনায় ব্ল্যাক-কমেডি তথা অ্যাকশন ফিল্ম ‘জেলার’-এর প্রথম পর্বে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, রামিয়া কৃষ্ণাণ, তামান্নার মতো তারকাদের। ছবির ‘কাভালা’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। নতুন ছবিতে কোন কোন তারকাকে দেখা যাবে তা দেখতেও মুখিয়ে রয়েছেন দর্শকরা। কোনও কোনও সংবাদমাধ্যমের দাবি, মোহনলাল ও শিবরাজ কুমার এই ছবিতে ক্যামিও হিসেবে থাকবেন। পাশাপাশি তামিল অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণকেও দেখা যাবে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে। এখন থেকেই যেন শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। যদিও ছবি মুক্তি পেতে পেতে ২০২৬। চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। আসলে রজনীর ছবি মানেই দাক্ষিণাত্যে সেদিন উৎসব। বেঙ্গালুরু, চেন্নাইয়ের একাধিক অফিসে ছুটি ঘোষণা করা হয় ছবি মুক্তির দিন। সেই উন্মাদনার রেশই যেন মিলল টিজার মুক্তির পর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.