Advertisement
Advertisement

Breaking News

Tathagata Mukherjee

জন্মদিনেই ‘পারিয়া’র সিক্যুয়েলের ঘোষণা তথাগতর, এল বিবৃতির শুভেচ্ছাও

পোস্টারে রক্তাক্ত আঁচড়! এবারও কি পরিচালকের 'পারিয়া' সঙ্গী বিক্রম চট্টোপাধ্যায়?

Tathagata Mukherjee announces Pariah sequel on his birthday
Published by: Sandipta Bhanja
  • Posted:May 15, 2024 8:58 pm
  • Updated:May 15, 2024 8:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পারিয়া’র সাফল্যের পর তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) এখন ‘রোশনাই’ ধারাবাহিক নিয়ে ব্যস্ত। এর আগেও একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি পরিচালনাতেও হাত পাকিয়েছেন তথাগত। দীর্ঘদিন বাদে ‘রোশনাই’ ধারাবাহিকের সুবাদেই ধূসর চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। এখানে বেনারসের মাফিয়া তিনি। ছোটপর্দায় ব্যস্ততার মাঝেই নতুন ছবির প্রস্তুতি চলছে তথাগতর। বুধবার পরিচালক তাঁর জন্মদিনে ‘পারিয়া’র সিক্যুয়েলের ঘোষণা করলেন।

চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসেই তথাগত পরিচালিত ‘পারিয়া’ বেশ সাড়া ফেলেছিল বাংলার প্রেক্ষাগৃহে। ফুটপাতের কুকুরদের দেশ নেই, ভোটার নেই, আধার নেই, নেই কোনও পরিচয়। নিরীহ এই প্রাণীদের হয়ে আওয়াজ তোলার জন্য ‘পারিয়া’কে অস্ত্র বানিয়েছিলেন তথাগত। নিয়েছিলেন যুদ্ধের শপথ। অবলা পথ সারমেয়দের নিয়ে এই ছবি দর্শকদের চোখের কোণ ভিজিয়েছিল! তখনই সিনেমার শেষপাতে ইঙ্গিত মিলেছিল যে ‘পারিয়া’র সিক্যুয়েল আসতে পারে। জন্মদিনে সেই জল্পনাতেই সিলমোহর বসিয়ে দিলেন তথাগত মুখোপাধ্যায়। সোশাল মিডিয়ায় পরিচালকের শেয়ার করা পোস্টারে দেখা গেল দুটো রক্তাক্ত আঁচড়। ‘পারিয়া’ ছবিতে রক্তস্রোত দেখানো নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলেও এবারেও পরিচালক সিক্যুয়েল ঘোষণার ক্ষেত্রে সেই লাল রংকেই বেছে নিয়েছেন। সেই পোস্টারের সুবাদেই জানা গেল ‘পারিয়া ২’ রিলিজ করছে ২০২৫ সালে। দিন দুয়েক বাদেই ‘পারিয়া’ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে আগামী ১৭ মে হয়তো সিক্যুয়েল নিয়ে আরও বিশদে জানাবেন তথাগত মুখোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: ‘দাবাড়ু’ এবার নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সফরে, আপ্লুত শিবপ্রসাদ, গ্র্যান্ডমাস্টার সূর্যশেখররা]

মঙ্গলবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে তথাগতর জন্মদিনের সেলিব্রেশন। যে ঘরোয়া পার্টিতে উপস্থিত ছিলেন বিবৃতি চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়রা। তাঁর কেক কাটার মুহূর্ত ইনস্টা স্টোরিতে শেয়ার করে ‘বিশেষ বান্ধবী’ বিবৃতি লিখেছেন, ‘Buddayee Much Director’, ‘নেড স্টার্ক জিন্দাবাদ’। যা কিনা অভিনেতা-পরিচালক নিজের সোশাল মিডিয়াতেও শেয়ার করেছেন।

তথাগত মুখোপাধ্যায় একদশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ও করেছেন। তবে তথাগতর আক্ষেপ, বড়পর্দা কিংবা ওয়েব সিরিজের জন্য সেরকম চরিত্রের প্রস্তাব এল কই? হয়তো নির্মাতারা আমাকে মনে হয়নি যে আমাকে বিরাট সংখ্যক দর্শকদের জন্য উপযুক্ত বলে মনে করেন না! দিন কয়েক আগেই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সেই আক্ষেপ জানিয়েছিলেন তিনি।

[আরও পড়ুন: ‘জানি তুই আমার হবি না…’, গানের সুরেই প্রসেনজিৎকে বললেন ঋতুপর্ণা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement