Advertisement
Advertisement

Breaking News

Rocky aur Rani

‘রকি অউর রানি’ দেখে চূর্ণীর ‘চিয়ার লিডার’ হলেন তসলিমা, দিলেন ‘ফুলমার্কস’ও!

লেখিকাকে পালটা ধন্যবাদ জানালেন চূর্ণী গঙ্গোপাধ্যায়।

Taslima Nasrin praises Churni Ganguly after watching 'Rocky aur Rani' | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 7, 2023 4:49 pm
  • Updated:August 7, 2023 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের অভিনয় দেখে মুগ্ধ তসলিমা নাসরিন। অতঃপর সোশ্যাল মিডিয়াতেই টলিউড অভিনেত্রীর খুল্লামখুল্লা প্রশংসা করলেন লেখিকা।

তসলিমা বরাবারই স্পষ্ট কথা বলেন। তাঁর ধ্যানধারণা কিংবা কোনও বিষয়ে ভাল লাগা, খারাপ লাগা জানাতে কুণ্ঠাবোধ করেন না লেখিকা। এবার চূর্ণীর জন্য ‘চিয়ার লিডার’ হলেন তসলিমা। সাধারণত হিন্দি সিনেমা দেখেন না তিনি। তবে বাঙালি অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় রয়েছেন বলেই এবার হিন্দি ছবি ‘রকি অউর রানি’ দেখলেন। আর প্রেক্ষাগৃহ থেকে ফিরেই নিজের মতামত জানাতে ভুললেন না তসলিমা নাসরিন।

Advertisement

চূর্ণী আদতে সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে ‘রকি অউর রানি’র জন্য় কলকাতার হল ভিজিট নিয়ে পোস্ট করেছিলেন। সেখানেই তসলিমা অভিনেত্রীর ভূয়সী প্রশংসা করে কমেন্টবক্সে লেখেন- “কয়েকদিন আগে দেখেছি এই সিনেমাটি। আমি সাধারণত হিন্দি ছবি দেখি না, দেখেছি তুমি আছো বলে। তুমি অসাধারণ অভিনয় করেছ, চূর্ণী।” লেখিকার তরফে এমন ভূয়সী প্রশংসা পেয়ে পালটা অভিনেত্রী বলেন, “তসলিমা নাসরিন তুমি যে ছবিটা দেখেছ, এটাই আমার পরম প্রাপ্তি। ভাল থেকো, আর আমার প্রাণভরা ভালবাসা নিও।”

[আরও পড়ুন: তৃতীয় লিঙ্গের সমানাধিকারের জন্য কঠিন লড়াই, ‘তালি’র ট্রেলারে ঝাঁজালো সুস্মিতা]

প্রসঙ্গত, করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায় বঙ্গকন্য়া ‘রানি’র ওরফে আলিয়া ভাটের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। যে সিনেমার গল্পে আদ্যোপান্ত বাঙালি পরিবারের কথা তুলে ধরেছেন পরিচালক। এবার হিন্দি সিনেমায় চূর্ণী গঙ্গোপাধ্যায়ের অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ তসলিমা নাসরিন।

[আরও পড়ুন: ‘ও যে মানে না’, ‘ব্যোমকেশ দুর্গরহস্য’র নতুন গানে পুরোদস্তুর ‘ফ্যামিলি ম্যান’ সত্যান্বেষী দেব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement