সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলাম ধর্মের অনুসারী হয়েও বিয়ে করেছেন একজন অমুসলিমকে। সিঁদুর পরে সংসদে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করেছেন। বক্তব্য রেখেছেন। তাঁর গলায় শোনা গিয়েছে জয় হিন্দ, বন্দেমাতরম। আর এতেই বেজায় চটেছেন উলেমারা। নুসরতের বিরুদ্ধে জারি করা হয়েছে ফতোয়া। এই বিষয়ে গেরুয়া শিবিরের একাধিক মহিলা সাংসদ পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের নবনির্বাচিত সাংসদ নুসরত জাহানের। প্রতিক্রিয়া জানিয়েছেন খোদ নুসরতও। এবার নুসরতের বিরুদ্ধে ফতোয়া জারি করার তীব্র প্রতিবাদ জানান লেখিকা তসলিমা নাসরিন। মন্তব্যকারী উলেমাদের ধিক্কার জানিয়ে চাঁচাছোলা ভাষায় নিজের সোশ্যাল সাইটে এক পোস্ট করেন তিনি।
[আরও পড়ুন: অভিনয় করা ধর্মের বিরুদ্ধাচরণ, বলিউড থেকে বিদায় নিলেন জায়রা ]
তসলিমা বলেন, “নুসরত জাহান, একজন মুসলিম, তিনি বিয়ে করেছেন অমুসলিম নিখিল জৈনকে। হিন্দু প্রথা মেনে সাত পাকে বাঁধা পড়েছেন। দু’জনের কেউই তো ধর্মান্তরিত হননি! কিন্তু দেওবন্দের মৌলবীরা এতে বেজায় চটলেন। তাঁরা চান অমুসলিমরা বিয়ের আগে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে যাক। চুলোয় যাক। দু’জন ভিনধর্মে বিশ্বাসী মানুষ বিয়ে করলেন। বেশ করেছেন“।
নুসরত জাহান রুহি জৈন৷ নিখিল জৈনকে বিয়ে করার পর এটাই তাঁর নতুন নাম৷ হিন্দু নারীর মতোই তাঁর সিঁথি রাঙিয়েছেন সিঁদুরে৷ হাতে চূড়া, মেহেন্দি, গলায় মঙ্গলসূত্র, গায়ে আচল জড়িয়ে শাড়ি পরিহিতা, এভাবেই নববধূর বেশে গত ২৫ জুন সংসদে উপস্থিত হয়েছিলেন বসিরহাট কেন্দ্রের নবনির্বাচিত তৃণমূল সাংসদ নুসরত। নববধূর বেশে সংসদে হাজির হওয়ায় নুসরতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মৌলবাদের ধ্বজাধারীরা। হিন্দু রীতি মেনে বিয়ে করেছেন নিখিল জৈনকে৷ শনিবারই সেই ঘটনার প্রতিবাদ করে তীব্র ধিক্কার জানিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরি এবং হিন্দুত্ববাদী নেত্রী সাধ্বী প্রাচীর মতো একাধিক ব্যক্তিত্বরা। এবার তৃণমূলের সাংসদ নুসরতের পাশে দাঁড়ালেন লেখিকা তথা সমালোচক তসলিমা নাসরিন।
[আরও পড়ুন: অগ্নিমিত্রার নেতৃত্বে টলিপাড়ার বিজেপি ঘনিষ্ঠ সংগঠনের বৈঠক]
অন্যদিকে, সতীর্থ নুসরতকে সমর্থন জানিয়েছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীও। প্রথমে সোশ্যাল মিডিয়ায় নুসরতের পোস্ট শেয়ার করে প্রতিবাদ জানান। তারপর এক বক্তব্য রাখতেও গিয়েও নুসরতের প্রসঙ্গ উত্থাপন হলে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন মিমি। তিনি বলেন, “প্রথমদিন থেকেই তো আমরা খবরের শিরোনামে। তা সংসদে জিনস পরা নিয়ে হোক কিংবা অন্য পোশাক। এখন নতুন আপত্তি উঠেছে সিঁদুর পরা নিয়ে। তাঁর ব্যক্তিগত জীবনে সে সিঁদুর পরবে কি পরবে না, এটা তো তাঁর একান্ত নিজস্ব ব্যাপার। যাঁরা সমালোচনা করছেন একটাই বলব, নিজের মা-বোনদের যেরকম সম্মান দেন, সেইটুকু সম্মান অন্য মহিলাদেরও দিন দয়া করে। হাজার হোক, আমরা তো দেশের প্রতিনিধিত্বই করছি। কাজেই সেই সম্মানটুকু তো আমাদেরও প্রাপ্য।”
Nushrat Jahan a Muslim married Nikhil Jain a non-Muslim.Had Hindu wedding rituals.None was converted to other’s religion. But Deoband’s clerics are angry.They want non-Muslims get converted to Islam before marrying Muslims.Fuck’em.Say YES to interfaith marriage& NO to conversion.
— taslima nasreen (@taslimanasreen) June 30, 2019
We r indian and thats our only identification
👍🏻 proud indian nd will be
Love u @nusratchirps https://t.co/qTTP0nbzTI— Mimssi (@mimichakraborty) June 29, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.