Advertisement
Advertisement

ব্যঙ্গের ছলে তিন টুইটেই বিস্ফোরক তাপসী পান্নু, আয়কর হানা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

টুইটে কী লিখেছেন তাপসী?

Tapasee Pannu opens up on IT raid at her home and office through series of tweet |SangbadPratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 6, 2021 12:27 pm
  • Updated:March 6, 2021 12:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি ও নিজের কার্যালয়ে আয়কর দপ্তরের তল্লাশি নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু (Taapsee Pannu)। টানা তিন দিনের তল্লাশির বিস্তারিত জানালেন নিজের টুইটার প্রোফাইলে। স্বভাবোচিতভাবে ব্যঙ্গের ছলেই তিনটি টুইট করেছেন তাপসী পান্নু। তাতে ৩ দিনের তল্লাশি অভিযানের তিনটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। প্রথম টুইটে অভিনেত্রী লিখেছেন, “প্যারিসে আমার একটি বাংলো আছে বলে আপেক্ষিকভাবে দাবি করা হচ্ছে। কারণ গরমের ছুটি পড়ে যাচ্ছে।” দ্বিতীয় টুইটে তাপসী লিখেছেন, “ভবিষ্যতের কথা ভেবে পাঁচ কোটি টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। কারণ আমি এর আগে সেই টাকা নিতে অস্বীকার করেছিলাম।” নিজের এই লেখার পাশে রাগের ইমোজি ব্যবহার করেছেন অভিনেত্রী। এরপরই আবার ৩ নম্বর বিষয় হিসেবে লিখেছেন, “মাননীয় অর্থমন্ত্রীর মতে ২০১৩ সালে আমার সম্পত্তি নিয়ে যে রেড হয়েছিল সেই স্মৃতির উদ্দেশ্যে।” সবশেষে আবার বিশেষ দ্রষ্টব্য হিসেবে লিখেছেন, “আর খুব একটা সস্তা নই।”

[আরও পড়ুন: শিবলিঙ্গে কন্ডোম পরানোর পুরস্কারই কি টিকিট? পুরনো পোস্ট তুলে ধরে সায়নীকে কটাক্ষ BJP’র]

পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap), তাপসী পান্নু-সহ অন্যদের বাড়ি-দপ্তরে তল্লাশি চালিয়ে সাড়ে ছ’শো কোটি টাকার অসঙ্গতি মিলেছে। বৃহস্পতিবার এমনই দাবি করেছে আয়কর দপ্তর (I-T department)। বুধবার থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। আয়কর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘অনুসন্ধানের সময় বক্স অফিসে প্রকৃত আয়ের তুলনায় দেখানো আয়ে বিরাট কারচুপির প্রমাণ মিলেছে। সংস্থার আধিকারিকরা প্রায় ৩০০ কোটি টাকার অসঙ্গতি ব্যাখ্যা করতে পারেননি। পাশাপাশি, চলচ্চিত্র পরিচালক ও শেয়ারহোল্ডারদের মধ্যে প্রযোজনা সংস্থাটির শেয়ার লেনদেনের ক্ষেত্রেও কারসাজি করে প্রায় ৩৫০ কোটি টাকার কারচুপি হয়েছে এবং আরও তদন্ত করা হচ্ছে। এক নামী অভিনেত্রীকে পাঁচ কোটি টাকা নগদ দেওয়া হয়েছিল। আরও কিছু ক্ষেত্রে মোটা অঙ্কের নগদ লেনদেন হয়েছে।’ তার পরিপ্রেক্ষিতেই টুইট করেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই কেন্দ্রের বিরুদ্ধে অনুরাগদের রাজনৈতিক অবস্থানের বিষয়টি এই তল্লাশির ঘটনার সঙ্গে যুক্ত করেছেন।

[আরও পড়ুন: দুর্ঘটনায় আহত ‘মন্টু পাইলট’ সৌরভ দাস, কেমন আছেন অভিনেতা? ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement