Advertisement
Advertisement

Breaking News

Rupam islam

ক্যানসারে ভুগছেন ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা, ‘শিল্পীর পাশে দাঁড়ান’, অনুরোধ রূপম, সিধুদের

ক্যানসারের থার্ড স্টেজে আক্রান্ত শিল্পী।

Tapas Das of mohiner ghoraguli is suffering from lung cancer | Sangbad Pratiidn
Published by: Akash Misra
  • Posted:January 4, 2023 9:17 pm
  • Updated:January 7, 2023 9:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারণ রোগ ক্য়ানসারে ভুগছেন প্রথম বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলির সদস্য তাপস দাস ওরফে বাপিদা। সঙ্গীত মহল তাঁকে বাপিদা বলেই চেনে। ইতিহাস সৃষ্টি করা বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলির অন্যতম সদস্য বাপিদা ক্যানসারের থার্ড স্টেজে আক্রান্ত। কেমো চলছে তাঁর। তবে চিকিৎসার খরচ বহন করতে আর পারছে না তাঁর পরিবার। আর তাই সংগীত শিল্পীর পাশে দাঁড়াতে অনুরাগীদের কাছে আবেদন করলেন রূপম ইসলাম, সিধু, গৌরব চট্টোপাধ্যায়, অর্ক মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাধারণ মানুষকে পাশে দাঁড়াতে অনুরোধ করলেন তাঁরা।

[আরও পড়ুন: হাতে নেই কাজ! টাকার প্রয়োজনে ফ্ল্যাট বিক্রি করলেন সোনম! জানেন কত দামে? ]

শিল্পী অর্ক মুখোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় পেজে লেখেন, ”যাঁদের গান সুদিন কাছে এসো ভালবাসি একসাথে সবকিছুই, তাঁদেরই বাপিদা আজ অসুস্থ। মহীনের ঘোড়াগুলির এই তাপস দাস, বাপিদাকে তাঁর পরিচয় আমি করিয়ে দেব এত বড় কেউ আমি নই। লাং ক্যানসার থার্ড স্টেজ, খেতে পারছেন না স্বাভাবিক পদ্ধতিতে। বেশ কিছু কেমো নিয়েছেন। এখন রেডিয়েশন নেওয়ার মতো অবস্থায় নেই। খেতে পারছেন না স্বাভাবিকভাবে। ওজন কমে পঁয়ত্রিশ কিলোয় নেমে এসেছে। এই অবস্থাতেও বাপিদা কোনও মতে ফোন হাতে নিয়ে আমার সঙ্গে কথাও বলেছেন। ধন্যবাদ জানাই নীলাঞ্জন ও কৌস্তভকে আমায় জানানোর জন্য। আমরা বন্ধুরা একটি অনলাইন ফান্ড্রেসার অর্গানাইস করবো দ্রুতই এক সপ্তাহের মধ্যে। বাজে ভনীতা করে আর পলিটিকাল/অ্যাপলিটিকাল কুৎসিত ট্রোলবাজি না করে যদি পারেন আমার আপনার সামান্য ছোট ছোট কান্ট্রিবিউশন পাঠাতে শুরু করুন। খরচ অনেক।”

Advertisement

সোশ্য়াল মিডিয়াতে লিখেছেন গায়ক সিধুও। তাঁর কথায়, ‘‘বাংলা ব্যান্ড যারা ভালোবাস, বাংলা ব্যান্ডের গান শুনতে ভালোবাসো তাদের কাছে ‘মহীনের ঘোড়াগুলি’-র পরিচয় আলাদা করে কিছু বলার নেই। আমাদের যাপনের ওতপ্রোত সঙ্গী মহীনের ঘোড়াগুলি-র অন্যতম পথিকৃৎ তাপসদা বিগত কয়েকমাস যাবৎ দুরারোগ্য ক্যানসারে ভুগছেন। তাঁর চিকিৎসার স্বার্থে প্রয়োজন আর্থিক সাহায্য। সবার কাছে আমাদের বিনম্র অনুরোধ, এই অসময়ে তাপসদা’র পাশে সবাই দাঁড়াই…।”

১৯৭৫ সালে তৈরি হয়ে বাংলার প্রথম রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলি। ৪৭ বছর পেরিয়ে গিয়েছে, এখনও এই ব্যান্ডের গানগুলির জনপ্রিয়তা একটুও হারায়নি। সেই ব্য়ান্ডের অন্যতম সদস্য মারণরোগে ভুগছেন।

[আরও পড়ুন: অনন্যা পাণ্ডে অতীত, নোরা ফতেহির সঙ্গে প্রেম করছেন শাহরুখপুত্র আরিয়ান!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement