Advertisement
Advertisement

Breaking News

Tanushree Dutta

‘ছোট পোশাকে বসিয়ে রাখতেন বিবেক অগ্নিহোত্রী’, মারাত্মক অভিযোগ বাঙালি অভিনেত্রী তনুশ্রীর

'কাশ্মীর ফাইলস'-পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী।

Tanushree Dutta Says Vivek Agnihotri Didn't Allow Her to Wear a Robe on Set
Published by: Sandipta Bhanja
  • Posted:August 17, 2024 5:06 pm
  • Updated:August 17, 2024 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে মিটু আন্দোলন শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। নানা পটেকরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। অনেক নারীরাই স্বতঃস্ফূর্তভাবে ‘মিটু’ আন্দোলনে যোগ দিয়েছিলেন তার পর। কর্মক্ষেত্রে মেয়েরা কীভাবে হেনস্তার শিকার হন বা নিরাপত্তাহীনতায় ভোগেন? আর জি কর কাণ্ডের পর আবারও সেই প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই অভিনেত্রী, তনুশ্রী দত্ত (Tanushree Dutta) এবার মারাত্মক অভিযোগ তুললেন বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) বিরুদ্ধে।

‘কাশ্মীর ফাইলস’-পরিচালকের বিরুদ্ধে তনুশ্রীর অভিযোগ, শুটিংয়ের সময় ছোট পোশাক পরতে হত, কিন্তু শট দেওয়ার পরও বিরতির সময়ে গা ঢাকতে দিতেন না বিবেক অগ্নিহোত্রী। পরিচালককে নিয়ে তনুশ্রী দত্তর এমন মন্তব্য বর্তমানে চর্চার শিরোনামে। ২০০৫ সালে ‘চকোলেট’ ছবির শুটিংয়ের সময় বিবেক তাঁকে হেনস্থা করেন বলে দাবি তনুশ্রীর। ঠিক কী বলেছেন অভিনেত্রী? ভ্যানিটি ভ্যানে তাঁকে যেতে দিতেন না বিবেক, ছোট পোশাকে সকলের সামনে বসে থাকতে বাধ্য করতেন। তাঁর কথায়, “ভ্যানিটি ভ্যানে শিল্পীদের আশ্রয় নেওয়াই দস্তুর। বিশেষ করে, আমাকে যে ধরনের পোশাক পরতে দেওয়া হত, ছোট পোশাক যেমন হয়। শুটিংয়ের ফাঁকে আমি ছোট পোশাকের উপর রোব পরে বসতাম, বলতেন,- খুলে ফেল, এখুনি শট হবে। ছোট স্কার্টে গোটা ইউনিটের সামনে আমাকে বসে থাকতে বাধ্য করতেন উনি।”

Advertisement

[আরও পড়ুন: RG Kar কাণ্ডের পর ‘নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার’, লাইভে অঝোরে কাঁদলেন শ্রীলেখা]

Tanushree Datta accuses Vivek Agnihotri of Harassment on the sets of the movie Chocolate made in 2005. (Apparently a few insiders from the industry have also confirmed the same about him)
byu/Ok-Fox-5034 inBollyBlindsNGossip

তনুশ্রী দত্তর সংযোজন, “একদিন পাঁচ মিনিট দেরি করে পৌঁছেছিলাম, তাতে উনি আমার উপর চিৎকার করেন, পেশাদার নই বলে অভিযোগ করেন। কিন্তু আমি যখন সেটে পৌঁছতাম, আলো পর্যন্ত লাগানো হয়ে উঠত না, সেই সময় পর্যন্ত। কিছুই রেডি থাকত না, যেমনটা হয় আর কী! কিন্তু একদিন পাঁচ মিনিট দেরিতে পৌঁছনোর জন্য ওই ব্যবহার করেন। আমি এসেছি কি না, তা দেখতেই সেটে ঢুঁ মারতেন উনি।” তনুশ্রীর এহেন অভিযোগ নিয়ে এখনও প্রতিক্রিয়া জানাননি বিবেক অগ্নিহোত্রী।

[আরও পড়ুন: ‘সব অভয়ার বিচার চাই’, প্রতিবাদী ধ্বনি তুলে রবিবার RG Kar অভিযান টলিউডের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement