Advertisement
Advertisement
Tanushree Dutta

‘রাখি ডাইনি, দুই যুবকের প্রাণ নিয়েছে’, বিস্ফোরক অভিনেত্রী তনুশ্রী দত্ত

হঠাৎ এমন কেন বললেন তনুশ্রী?

Tanushree Dutta Makes BIG Allegation, Blames Rakhi Sawant For Death of 2 Boys|Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 22, 2023 4:58 pm
  • Updated:September 22, 2023 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখি সাওয়ান্তকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। আদিল খানের সঙ্গে রাখির অশান্তিকে কেন্দ্র করেই রাখির বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুললেন রাখি। এক সংবাদ মাধ্যমে তনুশ্রী জানালেন, ”সব সময়ই মিথ্যা কথা বলেন রাখি। ওর কোনও কথাই বিশ্বাসযোগ্য নয়। একেবারেই সাইকোপ্যাথ। রাখির সঙ্গে সম্পর্কে গিয়ে এর আগে দুই যুবক আত্মহত্য়াও করেছে। সেই মামলা আদালতে উঠতে দেয়নি রাখি। রাখি আসলে একটা ডাইনি।”

প্রসঙ্গত, রাখি সাওয়ান্তের ব্যক্তিগত জীবন ফের আলোচ্য বিষয়। জেল থেকে বেরিয়েই রাখির (Rakhi Sawant) বিরুদ্ধে নগ্ন ভিডিও তৈরির অভিযোগ করেছিলেন তাঁর প্রাক্তন স্বামী আদিল খান দুরানি (Adil Khan Durrani)। এবার রাখি পালটা নগ্ন ভিডিও তৈরির অভিযোগ আনলেন। শুধু তাই নয়, রাখির অভিযোগ, লক্ষ লক্ষ টাকায় আদিল তাঁর নগ্ন ভিডিও বিক্রি করেছে।

Advertisement

[আরও পড়ুন: ‘২০১৪-র আগে রাষ্ট্রপতির নাম জানতামই না’, প্রণব মুখোপাধ্যায়কে টেনে আলিয়াকে খোঁচা কঙ্গনার!]

এক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাখি আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। জানান, তাঁর জন্য নয়, নিজের ইরানি প্রেমিকার জন্যই ছ’মাস জেলে ছিলেন আদিল। রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো। পায়ুকাম পর্যন্ত করেছে।

রাখির অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন তিনি। বাথরুমেও নাকি ছাড় পেতেন না তিনি। রাখি জানান, তাঁর একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এরপরই আবার সাংবাদিককে মোবাইল দেখিয়ে বলেন, “এই দেখুন ৪৭ লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে। এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল।” নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন রাখি।

এর আগে আদিল বলেছিলেন, “রাখির মতো মহিলাদের সঙ্গে কথা বলাও বিপজ্জনক। সংবিধানে নারীসুরক্ষার যে আইন রয়েছে তা ব্যবহার করে যা খুশি তাই করতে পারে।” আদিলের অভিযোগ, আগের স্বামী রীতেশ সিংকে ডিভোর্স না দিয়েই তাঁকে নিকাহ করেছিলেন রাখি। অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি আদিলের থেকে সাত বছরের বড়। কিন্তু আদিলের দাবি তিনি রাখির থেকে ১৯ বছরের ছোট। ভিডিও কল সেশনে রাখি তাঁর নগ্ন ভিডিও শুট করেছিল বলেও অভিযোগ আনেন আদিল।

[আরও পড়ুন: ‘জওয়ান’ নিয়ে ক্ষুব্ধ! অ্যাটলির বিরুদ্ধে মানহানির মামলা? মুখ খুললেন নয়নতারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement