Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

আসছে ‘তন্নু ওয়েডস মন্নু’ থ্রি, এবার মাধবন নয়, নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন কঙ্গনা!

আগামী মাসেই শুরু হবে এই ছবির শুটিং!

Tanu Weds Manu 3 to Pair Kangana Ranaut with Zeeshan | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 11, 2022 12:40 pm
  • Updated:March 11, 2022 3:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতই কঙ্গনা নিয়ে বলিউডে বিতর্ক হোক, কঙ্গনা কিন্তু নিজের মতো করে বলিউডের পর্দায় নিজেকে প্রমাণ করেই চলেছেন। এমনকী, বহু ছবিতেই কঙ্গনা নিজের হাতের মুঠোয় রাখছেন বক্স অফিস। একের পর এক হিটও দিচ্ছেন, সমালোচকদের কাছ থেকে প্রশংসাও কুড়িয়ে নিচ্ছেন কঙ্গনা (Kangana Ranaut)। এই যেমন, বলিউডের এই বিতর্ক কুইন একেবারেই প্রস্তুত তাঁর নতুন ছবি নিয়ে। শোনা যাচ্ছে, কঙ্গনার কল্যাণেই নাকি ফের বড়পর্দায় আসতে চলেছে ‘তন্নু ওয়েডস মন্নু’র নতুন সিক্যুয়েল। চিত্রনাট্য নাকি একদম তৈরি। এমনকী, সেই চিত্রনাট্য পড়ে সবুজ সংকেতও দেখিয়েছেন কঙ্গনা।

শোনা যাচ্ছে, এই ছবিতে আর মাধবনের চরিত্র অর্থাৎ মন্নুকে খুব একটা গুরুত্ব দেওয়া হবে না। বরং ‘তন্নু ওয়েডস মন্নু’ ছবিতে কঙ্গনার বাড়ির ভাড়াটে আইনজীবীর চরিত্র চিন্টু কুমারকেই গুরুত্ব দিয়ে গল্প এগোবে। চিত্রনাট্যকার হিমাংশু শর্মা নতুন ‘তন্নু ওয়েডস মন্নু’তে চিন্টু কুমার ও তন্নু অর্থাৎ কঙ্গনার মধ্যে প্রেমের সম্পর্ক দেখাবেন।

Advertisement
নতুন ছবিতে কঙ্গনার সঙ্গে জুটি বাঁধবেন অভিনেতা মহম্মদ জিসান আয়ূব।

[আরও পড়ুন: কালো পোশাকে স্পষ্ট নিতম্ব! সোশ্যাল মিডিয়ায় ফের কটাক্ষের শিকার মালাইকা]

‘তন্নু ওয়েডস মন্নু’ আগের দুটো ছবিতে আর মাধবন ও কঙ্গনা জুটির নানা রসায়ন নজরে এসেছিল। তবে নতুন ছবিতে কঙ্গনার সঙ্গে জুটি বাঁধবেন অভিনেতা মহম্মদ জিসান আয়ূব। আগের দুটি ছবিতে জিসানকে দেখা গিয়েছিল আইনজীবী চিন্টু কুমারের চরিত্রে। 

আপাতত, নতুন রিয়্যালিটি শো লক আপের সঞ্চালনায় ব্যস্ত রয়েছেন কঙ্গনা রানাউত। তাছাডাও মুক্তির অপেক্ষায় কঙ্গনার ছবি ‘ধকড়’ ও ‘তেজস’। অন্যদিকে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে নিয়ে কঙ্গনা তৈরি করছেন ‘টিকু ওয়েডস শেরু’! তারই মাঝে নতুন এই ছবির ঘোষণা করে ফেলল ‘তন্নু ওয়েডস মন্নু’ টিম।

[আরও পড়ুন: মিকা সিংয়ের জীবনসঙ্গীর খোঁজে স্বয়ম্বরের ভাবনা, থাকতে পারেন রাখি সাওয়ান্তও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement