Advertisement
Advertisement

Breaking News

VJ Chitra

চেন্নাইয়ের প্রত্যন্ত হোটেলে উদ্ধার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রীর মৃতদেহ

আত্মহত্যা না খুন? প্রশ্নে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

Tamil TV actress VJ Chitra found dead at a hotel in the outskirts of Chennai | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 9, 2020 11:43 am
  • Updated:December 9, 2020 12:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিনোদন জগতে অকাল মৃত্যু। এবার হোটেলের ঘর থেকে উদ্ধার হল জনপ্রিয় তামিল টেলিভিশন অভিনেত্রী ভি জে চিত্রার (VJ Chithra) দেহ। চেন্নাইয়ের প্রত্যন্ত এলাকার একটি হোটেলে এই ঘটনা ঘটেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

Advertisement

২৮ বছরের চিত্রা তামিল টেলিভিশনের জগতে বেশ জনপ্রিয় মুখ। অভিনয়ের পাশাপাশি সঞ্চলনা ও নাচের জন্যও প্রসিদ্ধ তিনি। একাধিক টেলিভিশন চ্যানেলে সঞ্চালনার দায়িত্ব সামলেছেন। সম্প্রতি ধারাবাহিক ‘পণ্ডিয়ান স্টোরস’-এ (Pandian Stores) অভিনয় করছিলেন। মুল্লাইয়ের চরিত্রে দর্শকদের ভূয়সী প্রশংসা পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন চিত্রা। রয়েছে তাঁর ফ্যানপেজ। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন চিত্রার অনুরাগীরা ও তামিল বিনোদন জগতের তারকারা। কেউ কেউ এই ঘটনাকে আত্মহত্যা হিসেবেও উল্লেখ করেছেন। অনেকে আবার তাতে সন্দেহ প্রকাশ করেছেন।

[আরও পড়ুন: মানুষের পাশে দাঁড়াতে ১০ কোটি টাকার বিনিমিয়ে নিজের সম্পত্তি বন্ধক রাখলেন সোনু সুদ!]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর রাত পর্যন্ত ইভিপি ফিল্ম সিটিতে (EVP Film City) শুটিং করেন চিত্রা। ২.৪৫ নাগাদ হোটেলে ফেরেন। তারপর সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। চিত্রার সঙ্গে হোটেলে ছিলেন তাঁর হবু স্বামী হেমন্ত। কিছুদিন আগেই দু’জনের বিয়ের কথা পাকা হয়।

হোটেলের ঘরে কীভাবে চিত্রার মৃতদেহ উদ্ধার হয়? সেই সময় হেমন্ত কোথায় ছিলেন? সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকেও এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। শোনা গিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। উল্লেখ্য, চিত্রার এই অকালপ্রয়াণ ফের সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর ঘটনা সিনেপ্রেমীদের ফের স্মরণ করিয়ে দিয়েছে। ১৪ জুন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার পর এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর তদন্ত চলছে। চিত্রার মৃত্যুর তদন্তও শুরু করেছে স্থানীয় পুলিশ। বিষয়টি খুন না আত্মহত্যা? তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ময়নাতদন্তের রিপোর্ট আসার প্রতীক্ষায় তদন্তকারী অফিসাররা।

[আরও পড়ুন: সত্যি করোনা হয়েছে তো? নেটিজেনের বাঁকা প্রশ্নের মোক্ষম জবাব দিলেন বরুণ ধাওয়ান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement