Advertisement
Advertisement
Raiza Wilson

OMG! সুন্দর হওয়ার মোহে ডাক্তারের কাছে গিয়ে এ কী হল অভিনেত্রীর!

ছবি দেখে তাজ্জব নেট নাগরিকরা।

Tamil actress Raiza Wilson says she was ‘forced’ to undergo dermatological treatment, shares her photo after it goes wrong | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 19, 2021 3:23 pm
  • Updated:April 19, 2021 4:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুন্দর হতে গিয়েছিলেন চর্মরোগ বিশেষজ্ঞর কাছে। তা তো হলই না। উলটে যা ছিল তাও গেল। মুখের একটা দিক ফুলে গিয়েছে। চোখের তলায় কালশিটে পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ক্ষোভ উগরে দিলেন দক্ষিণী অভিনেত্রী রাইজা উইলসন (Raiza Wilson)।

তামিল বিনোদন জগতে বেশ পরিচিত মুখ রাইজা। একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তামিল বিগ বসের (Bigg Boss) প্রথম মরশুমের প্রতিযোগী ছিলেন। পরের মরশুমে আবার অতিথি হিসেবে গিয়েছিলেন। ইনস্টাগ্রাম প্রোফাইলে দক্ষিণী নায়িকা জানিয়েছেন, চেহারার খুব সাধারণ ট্রিটমেন্টের জন্য চিকিৎসক ভৈরবী সেন্থিলের কাছে গিয়েছিলেন তিনি। তিনিই রাইজাকে জোর করে অন্য এক চিকিৎসা করাতে বাধ্য করান। তারপর থেকেই রাইজার মুখের একটা দিক ফুলে গিয়েছে। চোখের তলায় এমনভাবে কালশিটে পড়ে গিয়েছে দেখে মনে হচ্ছে কেউ নায়িকাকে মারধর করেছেন।

Advertisement

Tamil actress Raiza Wilson says she was ‘forced’ to undergo dermatological treatment, shares photo after it goes wrong

[আরও পড়ুন: রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রোম্যান্টিক বার্তা আথিয়ার, কী প্রতিক্রিয়া সুনীল শেট্টির? ]

ছবি পোস্ট করে রাইজা জানিয়েছেন, ঘটনার পর থেকে রাইজার ফোন তুলছিলেন না ভৈরবী সেন্থিল। পরে তাঁর কর্মী জানান চিকিৎসক শহরের বাইরে গিয়েছেন। এরপরই স্ক্রিনশট শেয়ার করেছেন রাইজা। যেখানে আরও অনেকেই ডা. ভৈরবী সেন্থিলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকেই জানিয়েছেন, তাঁরাও একইভাবে প্রতারণার শিকার হয়েছেন। বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছেন রাইজা।

Tamil actress Raiza Wilson says she was ‘forced’ to undergo dermatological treatment, shares photo after it goes wrong

তবে এবিষয়ে এখনও পুলিশের কাছে লিখিত কোনও অভিযোগ অভিনেত্রী করেননি বলেই খবর। অভিযুক্ত চিকিৎসকের পক্ষ থেকেও কোনও বক্তব্য পেশ করা হয়নি। এদিকে রাইজার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। আবার সমবেদনাও জানিয়েছেন অনেকে। আপাতত নায়িকার পরিস্থিতি স্থিতিশীল বলেই জানা গিয়েছে। নিজের পুরনো ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তামিল তারকা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raiza Wilson (@raizawilson)

[আরও পড়ুন: ‘নেতারাই পারেন ইচ্ছেমতো নিয়ম ভাঙতে এবং গড়তে’, দেবের পোস্ট ঘিরে শোরগোল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement