Advertisement
Advertisement

Breaking News

Tamannaah Bhatia

‘আমায় একটু সময় দিন’, মুম্বই পুলিশের কাছে কাতর আর্জি তামান্না ভাটিয়ার!

অবৈধ অ্যাপে IPL স্ট্রিমিংয়ের প্রচারের জন্য অভিনেত্রীকে তলব পুলিশের। কী বলছেন তামান্না?

Tamannaah Bhatia Seeks More Time in Illegal IPL Streaming Case: Report
Published by: Sandipta Bhanja
  • Posted:April 29, 2024 1:40 pm
  • Updated:April 29, 2024 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় বিপাকে পড়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। অবৈধ মোবাইল স্ট্রিমিং অ্যাপের (IPL Streaming Case) সঙ্গে নাম জড়ানোয় মহারাষ্ট্রের সাইবার সেল তলব করেছিল অভিনেত্রীকে। ২৯ এপ্রিলের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল। তবে এবার শোনা গেল, মহারাষ্ট্রের অপরাধ দমন শাখার কাছে একটু সময় চেয়েছেন অভিনেত্রী।

গত ২৩ এপ্রিল এই একই ইস্যুতে সঞ্জয় দত্তর হাজিরা থাকলেও, তিনি অনুপস্থিত ছিলেন। অভিনেতা বর্তমানে দুবাইতে রয়েছেন। এদিকে বলিউড মাধ্যম সূত্রে খবর, ২৯ এপ্রিল, সোমবার হাজিরা দেওয়ার কথা ছিল তামান্না ভাটিয়ার। তবে অভিনেত্রী সাইবার সেল টিমকে জানিয়েছেন, তিনি আপাতত মুম্বইতে নেই। ফের হাজিরার তারিখ নির্ধারণ করা হলে সেদিন উপস্থিত থাকতে পারবেন। মহারাষ্ট্রের সাইবার সেলের তরফে খুব শিগগিরিই নতুন একটি জানানো হবে বলে জানা গিয়েছে। গত সপ্তাহেই অবৈধ অ্যাপে আইপিএল স্ট্রিমিংয়ের প্রচার মামলায় তামান্না ভাটিয়ার নাম উঠে এসেছিল সংবাদের শিরোনামে। সূত্রের খবর, অভিনেত্রী নিজেই খুব শিগগিরি সংবাদমাধ্যমের উদ্দেশে একটি বিবৃতি শেয়ার করবেন।

Advertisement

[আরও পড়ুন: গ্রেপ্তারির ভয়ে চার দিনে ৬ রাজ্যে গা ঢাকা! তাও শেষ রক্ষা হয়নি সাহিল খানের]

‘ফায়ার প্লে’ নামে এক অবৈধ স্ট্রিমিং অ্যাপ ইদানীং খুবই জনপ্রিয় মোবাইল ব্যবহারকারীদের মধ্যে। মাসিক কোনও টাকা ছাড়াই মাত্র ৫০০ টাকা দিলেই এই অ্যাপের মাধ্যমে দেখা যায় নানা জনপ্রিয় সিরিজ, সিনেমা। এই অ্যাপেই অবৈধভাবে দেখানো হচ্ছিল আইপিএল। আর তা প্রচার করতে গিয়েই বিপাকে পড়েন সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়া। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ভায়াকম ১৮-এর তরফ থেকেই অভিযোগ আনা হয়। এই সংস্থার মতে, ফায়ার প্লে নামে ওই অ্য়াপ অবৈধভাবে আইপিএলের স্ট্রিমিং করছে। যেহেতু আইপিএলের স্বত্ত্ব ভায়াকমের কেনা, তাই এর ফলে সংস্থার ক্ষতি হচ্ছে। সেই কারণেই এই অবৈধ অ্য়াপের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভায়াকম। যেখানে স্ট্রিমিংয়ের প্রচারে দেখা গিয়েছিল তামান্নাকেও।

[আরও পড়ুন: সংসারী হওয়ার লক্ষ্যে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে শাকিব খান, অপু-বুবলি অতীত!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement