Advertisement
Advertisement

Breaking News

সেলেবদের বন্ধুত্ব

টলি-বলির ৫ বেস্টফ্রেন্ড, সেলেবদের এই বন্ধুত্বে হিংসে হতে পারে আপনারও

সেলেবদের বন্ধুত্বের কিছু অজানা কথাও জানুন।

Tales of five powerhouse celeb bestie’s on the occasion of Friendship Day
Published by: Sandipta Bhanja
  • Posted:August 4, 2019 7:02 pm
  • Updated:August 4, 2019 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বন্ধুত্ব পালনের কোনও দিন হয় না। স্থান-কাল-পাত্র নির্বিশেষে কখন কার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, তা বোঝাই যায় না। বন্ধু তো অনেকেই হয়ে থাকে। কিন্তু প্রিয় বন্ধুর সংজ্ঞাটা ভিন্ন। আর সেরকমই কিছু বন্ধুত্ব সারা জীবনের জন্য রয়ে যায়। আর সেই অটুট বন্ধুত্ব যখন তারকা তারকায় হয়, তা স্বাভাবিকবশতই নজর কাড়ে অনুরাগীদের। সাধারণত শোনা যায় প্রতিযোগিতার দৌড়ে প্রতিদ্বন্দ্বিমূলক চিন্তাধারার জন্যই তারকাদের সঙ্গে তারকাদের বন্ধুত্ব গড়ে উঠলেও সাধারণত বেশিদিন টেকে না। তবে, ব্যতিক্রমও রয়েছেন এমন কিছু সেলেব বন্ধু, যাঁদের বন্ধুত্বের খুনসুটিতে আপনি হয় মজতে বাধ্য, কিংবা ঈর্ষান্বিতও হতে পারেন। আজ, ৪ আগস্ট ‘ফ্রেন্ডশিপ ডে’ উপলক্ষে বলিউড এবং টলিউডের এমনই ৫ তারকা বন্ধুদের কথা তুলে ধরা হল।

[আরও পড়ুন: ‘তোমায় পড়েছে মনে…’, কিশোর কুমারের ৯০তম জন্মদিবসে শ্রদ্ধার্ঘ]

রণবীর সিং-অর্জুন কাপুর : 

Advertisement

পেশার সূত্রেই আলাপ দু’জনের। একসঙ্গে এক ছবিতে কাজ করেছিলেন ‘গুন্ডে’ ছবিতে। আর সেই থেকেই অর্জুনের ‘বাবা’ রণবীর। অর্জুন আসলে ভালবেসে রণবীরকে বাবা বলেই ডাকেন। জনসমক্ষে হোক কিংবা কোনও পার্টিতে, দু’জন দু’জনকে নিয়ে ইয়ার্কি-ঠাট্টা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না। একবার তো অর্জুন এক সাক্ষাৎকারে অভিযোগই জানিয়ে বসেছিলেন যে “বাবা (রণবীর) বিয়ের পর এত ব্যস্ত হয়ে পড়েছে, যে ওঁর আমার সঙ্গে দেখা করার সময়ও হচ্ছে না।”

সলমন খান-শাহরুখ খান :

বলিউডের ‘করণ-অর্জুন’। দুই দশকে বেশ কয়েকবার দু’জনের মধ্যে মনোমালিন্য হলেও আজও অটুট তাঁদের বন্ধুত্ব। তাই বোধহয় এখনও শাহরুখের ছবিতে সলমনকে দেখা যায় বিশেষ অতিথি হিসেবে এবং সলমনের ছবিতে শাহরুখকে দেখা যায় ক্যামিওর চরিত্রে। এমনকী সলমনের বোন অর্পিতাকেও নিজের বোন বলেই মানেন তিনি। সলমন অভিনীত ‘টিউবলাইট’-এ শাহরুখকে ক্যামিওর চরিত্রে দেখা গিয়েছিল এবং শাহরুখের ‘জিরো’-তে ‘ইশকজাদে’ গানের বিশেষ অতিথি হিসেবে।

করণ জোহর-গৌরী খান :  

বলিউডের দুই হরিহর আত্মা করণ জোহর এবং শাহরুখ। বলতে গেলে করণ প্রায় শাহরুখের পরিবারেরই একজন। তবে শাহরুখের স্ত্রী গৌরীর সঙ্গে করণের বন্ধুত্ব আরও মাখোমাখো। করণের সন্তানদের নতুন ঘর নিজে হাতে সাজিয়ে দিয়েছিলেন গৌরী। আরিয়ান-সুহানার প্রতিও করণের আবার সন্তানসুলভ ভালবাসাই রয়েছে।

মিমি চক্রবর্তী-নুসরত জাহান :

একসঙ্গে এক ছবিতে অভিনয় করা থেকে রাজনীতির ময়দান, দাপিয়ে বেড়াচ্ছেন টলিউডের এই দুই তারকা। বর্তমানে দেশের অন্যতম আলোচ্য সাংসদ মিমি-নুসরত। পর্দার গণ্ডি পেরিয়ে সেই বন্ধুত্ব এখন রাজনীতির ময়দানে পোক্ত হচ্ছে। তুরস্কে নুসরতের রাজকীয় বিয়েতে টলিউড থেকে উপস্থিত ছিলেন একমাত্র মিমি। রিসেপশনের দিনও মিমি একেবারে পরিবারের মতোই সামলেছেন সব। নির্বাচনের সময় নাম নথিভুক্ত করানো থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান, পরস্পর পরস্পরের পাশে থেকেছেন। এমনকী, এই মুহূর্তে মধুচন্দ্রিমার জন্য নুসরত মরিশাসে থাকলেও মিমির সঙ্গে খুনসুটি যে মিস করছেন, তা নুসরতের ফটোর কমেন্ট ঘাঁটলেই বোঝা যাবে।

[আরও পড়ুন: অবশেষে সন্ধান ফুরল, ‘অভিযাত্রিক’-এর অপু হচ্ছেন অর্জুন চক্রবর্তী]

রুদ্রনীল ঘোষ-পরমব্রত চট্টোপাধ্যায় :

রুদ্র-পরমের পরম বন্ধুত্ব সম্পর্কে টলিউড ইন্ডাস্ট্রির সবাই অবগত। দুজনেই ক্রীড়াপ্রেমী। ছবি নিয়ে আড্ডা মারতে ভালবাসেন। এছাড়া একসঙ্গে এক ছবিতে অভিনয়ও করেছেন। সম্প্রতি, ব্যোমকেশ ছবির কাজে দু’জনেই ব্যস্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement