Advertisement
Advertisement

Breaking News

তৈমুরের ছবি ভাইরাল, কিন্তু এগুলো দেখেছেন কি?

কোনটি আসল, কোনটি নকল?

Taimur Ali Khan's Baby Nursery
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 21, 2016 1:00 pm
  • Updated:January 4, 2020 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবাব পুত্তুর বলে কথা! জন্ম নেওয়া মাত্রই খবরের শিরোনামে। মঙ্গলবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছেলের জন্ম হওয়ার পরই বিজ্ঞপ্তি জারি করে যৌথভাবে ছেলের নাম ঘোষণা করেছিলেন সইফ-করিনা। তৈমুর আলি খান পতৌদি। নাম নিয়ে শোরগোল পড়ে যায় মিডিয়ায়। শুরু হয়ে যায় ভাল-মন্দের চুলচেরা বিশ্লেষণ।

সেই আগুনে আঁচ একটু কমতে না কমতেই রাতে শুরু নয়া বিতর্ক। এবারে জল্পনা শুরু হয় ফাঁস হওয়া এই ছবিটি নিয়ে। যাতে মনে হচ্ছে যেন সদ্যোজাত তৈমুরকে নিয়ে হাসাপাতালের বেডে শুয়ে আছেন করিনা।

Advertisement

কিন্তু নেট দুনিয়ায় বিস্তর জল্পনা-কল্পনা-শুভেচ্ছার বন্যা বয়ে যাওয়ার পর করিনার পিআর জনৈক এক সংবাদ মাধ্যমকে জানান ছবিটি নকল। আসল তৈমুরের ছবি কবে আসবে, সেই উত্তর ভবিষ্যতেই মিলবে। তার আগে একবার দেখে নিন নবাব পুত্তুরের থাকার এই রাজকীয় স্থানগুলি।

এই তাকেই সাজানো থাকবে জুনিয়ার নবাবের পোশাক
এই তাকেই সাজানো থাকবে জুনিয়র নবাবের পোশাক
এটি তৈমুরের রাজকীয় শয্যা
আর এটি তৈমুরের রাজকীয় শয্যা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement