Advertisement
Advertisement

Breaking News

Taapsee Pannu

‘আমার ইমেজ খারাপ করে দাও!’ ছবি শিকারিদের দেখে ফের মেজাজ হারালেন তাপসী পান্নু

তাপসী পান্নুর ব্যবহারে ফের ক্ষুব্ধ নেটপাড়া।

Taapsee Pannu's Banter With Paps Goes Viral
Published by: Akash Misra
  • Posted:November 19, 2024 3:56 pm
  • Updated:November 19, 2024 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর (Taapsee Pannu) ব্যবহারে মাঝে মধ্যে ক্ষুব্ধ হয় নেটপাড়া। এমনকী, বহুবার তাপসীকে এই নিয়ে নানা কথাও প্রকাশ্যে শুনিয়েছেন তাঁরা। কিন্তু তাতে কোনও ফল হয়নি। উলটে তাপসীর দুর্ব্যবহার আরও বেড়েছে। আর তার প্রমাণ ভাইরাল হওয়া নতুন এক ভিডিও।

পাপারাজ্জিদের সঙ্গে মাঝে মধ্যেই বচসায় জড়িয়ে পড়েন তাপসী। ঠোঁটকাটা ব্যবহার হওয়ায়। দুমদাম নানা কথাও বলে দেন মুখের উপর। এমনকী, একবার তো এক অনুরাগীর মুখের উপর দরজাও বন্ধ করে দেন তাপসী। তবে এবার ছবি শিকারিদের স্পষ্টই তাপসী বলে দিলেন, ‘আমার সম্পর্কে কিন্তু বাজে বাজে লিখে দিও। আমার ইমেজকে একেবারে নষ্ট করে দাও। না হলে সব কিছু বদলে যাবে। ” তাপসীর এই ভিডিওই এখন ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

কয়েকমাস আগে গোপনে বিয়ে করেছেন তাপসী। সেই সময়ও সংবাদমাধ্যমের সঙ্গে তাপসীর ব্যবহার নিয়ে নেটপাড়ায় ঝড় উঠেছিল। তা নিয়ে তাপসী জানিয়ে ছিলেন, ”আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে, বিয়ের মতো ব্যক্তিগত বিষয়কে চর্চায় আনব কিনা। আসলে প্রথম থেকেই আমি ব্যক্তিগত জীবনটাকে কখনই সবার সামনে তুলে ধরতে চাইনি। আমার বিয়েতে কারা আসছেন, কারা আসছেন না। কিংবা বরের ব্যাপারে কোনও তথ্য লুকোতে চাইনি। আমার একমাত্র উদ্দেশ্যই ছিল ব্যক্তিগত ইভেন্টকে স্পটলাইটে না রাখার।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement