সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকমাস আগেও #MeToo আন্দোলনের জের ছিল বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু এখন তা অনেকটাই থিতিয়ে পড়েছে। সম্প্রতি পরিচালক বিকাশ বহেল ক্লিনচিট পাওয়ায় অনেকেই হতাশ হয়ে পড়েছেন। কেউ কেউ বলছেন, হাতে ক্ষমতা থাকলে যে সত্যকে দমিয়ে দেওয়া যায়, তা আরও একবার প্রমাণিত। কিন্তু অভিনেত্রী তাপসী পান্নু এত সহজে হাল ছাড়তে নারাজ।
মাত্র দু’দিন আগে #MeToo মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিকাশ বহেল। ফ্যান্টম ফিল্মসের এক কর্মচারী মাস কয়েক আগে অভিযোগ তুলেছিলেন তাঁকে যৌন হেনস্তা করেছেন বিকাশ। তারপর অভিনেত্রী কঙ্গনাও পরিচালকের বিরুদ্ধে মুখ খোলেন। তিনি বলেন, ‘কুইন’ ছবির সময় তাঁর পোশাকের ভিতর হাত ঢোকানোর চেষ্টা করেছিলেন পরিচালক। বিকাশ বহেলের বিরুদ্ধে মুখ খোলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। লেখেন, ঘটনার সময় তাঁরা বিকাশকে প্রোডাকশন হাউসে ঢুকতে দেননি। ফ্যান্টম ফিল্মসের পার্টনারশিপ ভাঙার পিছনে যে বিকাশ অন্যতম কারণ তা ঠারেঠোরে বুঝিয়েও দেন অনুরাগ, বিক্রমাদিত্য ও মধু। তাঁর শাস্তির দাবিতে সরব হন অভিনেতা হৃতিক রোশনও।
[ আরও পড়ুন: চিত্রনাট্য চুরির অভিযোগ, থানায় ডেকে পাঠানো হল আয়ুষ্মানকে ]
কিন্তু বিকাশ বহেলের ক্লিনচিট পাওয়ার পর সব ধামাচাপা পড়ে যায়। আর এই ঘটনায় অনেকে হতাশ হয়ে পড়েছেন। এত কিছুর পরও যদি ‘দোষী’ শাস্তি না পায়, তাহলে আর কীসের আন্দোলন? সত্যি কথা বলেই বা কী হবে? ইন্ডাস্ট্রিতে তো ক্ষমতাই শেষ কথা। যার খ্যাতি আছে, টাকা আছে, সেই শেষ কথা বলে। তা সে যে অভিযোগেই অভিযুক্ত হোন না কেন। তবে অভিনেত্রী তাপসী পান্নু একথা মানতে নারাজ। তিনি বলেছেন, যদি যৌন হেনস্তায় অভিযুক্ত কোনও ব্যক্তি শাস্তি না পায়, তাহলে মনোবল ভেঙে যায় অভিযোগকারিনীর। এটা হওয়া একেবারেই কাম্য নয়। কিন্তু তাই বলে ভেঙে পড়লে চলবে না। মহিলারা যদি হেনস্তার শিকার হন, তবে তাঁদের বক্তব্য সর্বসমক্ষে তুলে ধরতে হবে। এক রাতের মধ্যে তো সবকিছু পালটে যেতে পারে না। তার জন্য ধৈর্য ধরতে হবে বলে মত তাপসীর।
[ আরও পড়ুন: ‘বুকটা ওড়না দিয়ে ঢাকো’! হবু বউদিকে জোর ধমক সলমনের বোনের ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.