Advertisement
Advertisement
Taapsee Pannu

ফের বলিউডে বিয়ের সানাই, এবার সাত পাকে বাঁধা পড়ছেন তাপসী পান্নু! পাত্রটি কে?

ডেস্টিনেশন ওয়েডিং চান না তাপসী।

Taapsee Pannu on her wedding| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 22, 2023 3:58 pm
  • Updated:February 22, 2023 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে একের পর এক বিয়ে। প্রথমে আথিয়া শেট্টি ও ক্রিকেটার কে এল রাহুল। তারপর কিয়ারা আডবানি (Kiara Advani) আর সিদ্ধার্থ মালহোত্রা। আর এবার শোনা যাচ্ছে, চলতি বছরেই নাকি বিয়ে করতে চলেছেন তাপসী পান্নু। দীর্ঘদিনের প্রেমিক ব্যাডমিন্টন প্লেয়ার ম্যাথিয়াস বোয়ের সঙ্গেই নাকি বিয়ে করতে চলেছেন তাপসী। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের পরিকল্পনা ফাঁস করলেন তাপসী।

বলিউডের বিয়ে মানেই জমজমাট ডেস্টিনেশন ওয়েডিং। অন্তত, সম্প্রতি তারকাদের বিয়ে দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা। তবে তাপসীর কাছে বিয়ে হবে একেবারেি ছিমছাম। কোনও বাড়াবাড়ি থাকবে না। তাপসীর কথায়, দীর্ঘ ন’বছর ধরে সম্পর্কে আছি। বিয়ের ব্যাপারে কারও সঙ্গে তাঁর কোনও প্রতিযোগিতাতে নেই। বিয়ে হলে তা হবে আড়ম্বরহীন।

Advertisement

[আরও পড়ুন: ফের হিট ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, উচ্ছ্বসিত গায়ক অভিজিৎ, জানালেন মনের কথা]

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বছরের শেষেই নাকি সাত পাকে বাঁধা পড়বেন তাপসী। তার আগেই অবশ্য বাগদান পর্ব সেরে ঘোষণা করবেন তাপসী।

[আরও পড়ুন: আলিয়ার ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস! ফটোশিকারিদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ রণবীর ঘরনি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement