Advertisement
Advertisement
Taapsee Pannu

নিক জোনাসের কনসার্টে উদ্দাম নাচ তাপসীর! প্রিয়াঙ্কার অনুপস্থিতিতে তাঁরই স্বামীর দিকে নজর?

ভারতে নিক জোনাসের প্রথম লাইভ কনসার্ট, কিন্তু আসেননি প্রিয়াঙ্কা চোপড়া।

Taapsee Pannu Enjoys Nick Jonas' Lollapalooza Concert | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:January 28, 2024 3:59 pm
  • Updated:January 28, 2024 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে ভারতে পা রাখলেন নিক জোনাস (Nick Jonas)। সঙ্গে দুই ভাই- কেলভিন জোনাস এবং জোয়ি জোনাস। তবে ‘দেশি গার্ল’ আসেননি স্বামীর সঙ্গে। শনিবার রাতে বলিপাড়ার সুন্দরী নায়িকাদের মধ্যমণি হয়ে রইলেন নিক। তবে লোলাপালুজা মিউজিক ফেস্টিভ্যালে জোনাস ব্রাদার্সের কনসার্টে নজর কাড়লেন তাপসী পান্নু (Taapsee Pannu)।

মঞ্চে যখন গলা ছেড়ে গাইছেন নিক জোনাস, তখন দর্শক-শ্রোতাদের ভিড়ে মন্ত্রমুগ্ধ তাপসী। বলিউড নায়িকাকে উদ্দাম নাচও করতে দেখা গেল জোনাস ভাইদের গানের তালে। সেই মুহূর্ত নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। পরনে মিনি ডেনিম ড্রেস। খোলা চুল। হাতে আইসক্রিম নিয়ে দিব্যি গান উপভোগ করতে দেখা গেল তাপসীকে।

Advertisement

প্রিয়াঙ্কা চোপড়াকে ছাড়া এলেও ‘পরদেশি জামাইবাবু’র অতিথি আপ্যায়ণে কোনও খামতি রাখল না বলিউড। লোলাপালুজাতে নিক জোনাসের গানে যে বেশ মজেছিলেন তাপসী, তা সেই ছবি দেখেই বোঝা যাচ্ছে। তা দেখেই অনুরাগীমহলের রসিকতা, “প্রিয়াঙ্কা না আসার সুযোগেই কি নিক জোনাসের কনসার্টে মজলেন তাপসী?” তবে অনুরাগীরা যাই বলুন না কেন, তাপসী কিন্তু কনসার্টে নিজের ছবি পোস্ট করেই বলে দিয়েছেন যে, “জামাইবাবু মঞ্চে রয়েছেন।”

[আরও পড়ুন: প্রিয়াঙ্কাকে ছাড়াই ভারতে নিক জোনাস, ‘জামাইবাবু বউ কোথায়?’ প্রশ্ন পাপারাজ্জিদের]

শনিবার রাতে কনসার্ট চলাকালীন শ্রোতা অনুরাগীরা জামাইবাবু, জামাইবাবু বলে চিৎকার করতে থাকেন। যা শুনে নিক খানিক লজ্জাও পান! এইপ্রথম ভারতে লাইভ কনসার্ট করলেন ‘জোনাস ব্রাদার্স’। এরপর রাতে বিটাউনের সেলেবদের নিয়ে পার্টিও করেন প্রিয়াঙ্কার স্বামী। সেখানে হাজির ছিলেন মালাইকা অরোরা, স্বামী আনন্দ আহুজাকে নিয়ে সোনম কাপুর, আশান খট্টর, দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে অদিতি রাও হায়দরি, ভূমি পেড়নেকর, ওরি, মালাইকা অরোরা-সহ আরও অনেকে।

[আরও পড়ুন: বৃদ্ধ নিরাপত্তারক্ষীকে পাপারাজ্জিদের দূর ছাই! ‘সবক’ শেখালেন রণবীর, কুর্নিশ নেটপাড়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement