Advertisement
Advertisement

Breaking News

Taapsee Pannu

অবসর নিলেন তাপসীর স্বামী ম্যাথিয়াস, প্রাক্তন ব্যাডমিন্টন কোচকে ঘর মোছার নির্দেশ অভিনেত্রীর!

চলতি বছরের ২৩ মার্চেই ম্যাথিয়াসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তাপসী।

Taapsee Pannu asks husband Mathias Boe to ‘cook dinner, clean home’ after he announces retiremen
Published by: Akash Misra
  • Posted:August 7, 2024 12:28 pm
  • Updated:August 7, 2024 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসর নিলেন ব্যাডমিন্টন কোচ ম্যাথিয়াস বো। অবসরের পর ইনস্টাগ্রামে লম্বা পোস্টও দিয়েছেন ম্যাথিয়াস। ম্যাথিয়াস লিখেছেন, ”আমার কোচে থাকার দিন শেষ হল। আমি ভারতের জন্য বা অন্য কোনও দেশের হয়ে খেলব না। আমি জীবনের বহু সময় এই ব্যাডমিন্টনকে দিয়েছি। কোচের পদে থাকা সত্যিই খুব দায়িত্বের কাজ। আমি এখন ক্লান্ত। বুড়ো হয়েছি। তাই অবসর নিলাম।” ম্যাথিয়াসের পোস্ট পড়ে তাঁর অনুরাগীরা বুঝতে পেরেছেন, এই অবসর তাঁর কাছে কতটা বেদনাদায়ক। কিন্তু স্বভাবে সব সময় খোশমেজাজি ম্যাথিয়াস তাঁর অবসরের পোস্টটাও লিখলেন মজার ছলে।

তবে কাহানিতে টুইস্ট। ম্যাথিয়াসের স্ত্রী বলিউড অভিনেত্রী তাপসী পান্নু কিন্তু বেজায় খুশি তাঁর স্বামীর অবসরে। আর তাই তো ম্যাথিয়াসের অবসর নিয়ে তাঁর স্পষ্ট প্রতিক্রিয়া, ”অনেক হয়েছে। এবার ঘরের কাজ কর। ঘরে মোছো, জামা কাপড় ধুয়ে দাও, রান্না কর, এবার সংসার করার পালা! ”

Advertisement

চলতি বছরের ২৩ মার্চেই ম্যাথিয়াসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তাপসী। পরিবারের লোকজন এবং তাপসী পান্নুর খুব কাছের বন্ধুরাই উপস্থিত ছিলেন এই বিয়েতে।
পাঞ্জাবি পরিবারের মেয়ে তাপসী। আর ম্যাথিয়াস ডেনমার্কের বাসিন্দা। ফলে বিয়েতে পাঞ্জাবি রীতিই নাকি মানা হয়েছে। ছিল খ্রিস্টান বিয়ের নিয়মের ছোঁয়াও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mathias Boe (@mathias.boe)

[আরও পড়ুন: ‘মেনে নিতেই পারছি না…’, শিল্পী রাহুলের বাড়িতে হামলায় ক্ষুব্ধ অর্ণব]

খেলা আর বিনোদুনিয়ার তারকাদের ঘর বাঁধার গল্প এখন আর নতুন কিছু নয়। শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পতৌদি, যুবরাজ সিং-হেজেল কিচ, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা থেকে জাহির খান-সাগরিকা ঘাটগে — উদাহরণ একাধিক। সেই তালিকাতেই যুক্ত হয়েছে তাপসী আর ম্যাথিয়াসের নাম।

বহুদিন ধরেই তাপসী-ম্যাথিয়াসের প্রেমের গুঞ্জন শোনা যায়। প্রকাশ্যে এ বিষয়ে কেউ কখনও কিছু বলেননি। কিন্তু সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি একাধিকবার তাঁদের প্রেমের সাক্ষ্য দিয়েছে। প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে একটি দলের মালকিন তাপসী। সেই সূত্রেই নাকি বোয়ের সঙ্গে তাঁর আলাপ। বন্ধুত্ব প্রেমে পরিণত হতে বেশি সময় লাগেনি।

বলিউডের বিয়ে মানেই জমজমাট ডেস্টিনেশন ওয়েডিং। অন্তত, সম্প্রতি তারকাদের বিয়ে দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা। তবে তাপসীর আগেই জানিয়ে ছিলেন, তাঁর বিয়ে হবে একেবারেই ছিমছাম। কোনও বাড়াবাড়ি থাকবে না। তাপসীর কথায়, দীর্ঘ ন’বছর ধরে সম্পর্কে ছিলাম। বিয়ের ব্যাপারে কারও সঙ্গে তাঁর কোনও প্রতিযোগিতাতে নেই। আমার বিয়ে হবে আড়ম্বরহীন।

[আরও পড়ুন: সন্তান নিয়ে ঘরবন্দি পরীমণি! কী বার্তা দিলেন সোশাল মিডিয়ায়?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement