সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে লিঙ্গ-বৈষম্য নিয়ে বহুদিন ধরেই সরব নামী অভিনেত্রী তাপসী পান্নু। ফের একবার তিনি এ প্রসঙ্গে তোপ দেগেছেন। লিঙ্গ-বৈষম্য এবং বেতন-বৈষম্য মেটাতে আরও অনেক দূর যেতে হবে বলে মন্তব্য করেছেন তাপসী। তাঁর মতে, একমাত্র বক্স অফিসের সাফল্যই এই ছবিটা বদলাতে পারে।
বহুদিন ধরেই নায়িকা, অভিনেত্রীরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, ছবিতে অভিনেত্রীদের যতই গুরুত্বপূর্ণ চরিত্র থাকুক না কেন, নায়করা তাঁদের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন। এমনকী, নবাগত নায়করাও নাকি বহু প্রতিষ্ঠিত অভিনেত্রীর তুলনায় বেশি পারিশ্রমিক পান। এ বিষয়ে আগেও খোলাখুলি নিজের মত জানিয়েছেন তাপসী। গোয়ায় অনুষ্ঠিত ৫০তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় (ইফি) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ‘পিংক’-এর অভিনেত্রী ফের সেই প্রসঙ্গ তোলেন।
তাপসী বলেন, “নামী নায়কদের পারিশ্রমিকের অর্ধেক টাকায় একটা নারীকেন্দ্রিক সিনেমার গোটা বাজেট হয়ে যায়। এমনকী, তিনি যদি প্রথম সারির অভিনেত্রী হন, তাহলেও। নায়কদের অর্ধেক পারিশ্রমিকও বলিউডের নায়িকা-অভিনেত্রীরা পান না। সত্যি কথা বলতে, কখনও সেটা নায়কদের টাকার এক-চতুর্থাংশ হয়ে যায়। এই ব্যবধান ও বৈষম্য দূর করতে হলে আমাদের অনেকটা পথ হাঁটতে হবে। এমনটা মেনে নেওয়া যায় না।”
‘বদলা’, ‘বেবি’, ‘নাম শাবানা’, ‘মুল্ক’, ‘মিশন মঙ্গল’, ‘সান্ড কি আঁখ’-এর মতো বহু ছবিতে তাপসীর অভিনয় সমালোচকদের প্রশংসা আদায় করে নিয়েছে। সেই আত্মবিশ্বাসেই তাপসী বলেছেন, “একমাত্র বক্স অফিসের সাফল্যই এই পরিস্থিতি বদলাতে পারে। আশা করি, আমার জীবদ্দশাতেই এই পারিশ্রমিক-বৈষম্য দূর হবে। যত বেশি মানুষ নারীকেন্দ্রিক সিনেমা দেখতে আসবেন, তত এই ছবি বদলে যাবে। গত চার-পাঁচ বছরে প্রচুর নারীকেন্দ্রিক ছবি তৈরি হয়েছে, সফলও হয়েছে। কিন্তু ফারাকটা এখনও অনেক বেশি।
এছাড়া হিন্দিতে কথা বলার জন্যও ট্রোলিংয়ের শিকার হন তাপসী। অনুষ্ঠানে তাঁকে হিন্দিতে কথা বলতে বলা হয়। কিন্তু তাপসী সঙ্গে সঙ্গে উত্তর দেন, তাঁর আপত্তি নেই। কিন্তু তিনি যদি হিন্দিতে কথা বলেন, সবাই বুঝবে তো? আর তাছাড়া তিনি তেলুগুভাষী। তাহলে তো তাঁর তেলুগুতেই কথা বলা উচিত। এমন জবাবের পর আর তাপসীকে নিয়ে কথা বলেননি কেউ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.