Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Dunki Update

‘ডাঙ্কি’তে শাহরুখ-ধর্মেন্দ্রর দুরন্ত এক দৃশ্য! বড় খবর ফাঁস করে দিলেন তাপসী পান্নু

কী এমন বলে ফেললেন অভিনেত্রী?

Taapsee Pannu about Shah Rukh Khan and Dharmendra scene in Dunki | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 23, 2023 3:36 pm
  • Updated:September 23, 2023 3:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’-এর আয় ১০৫০ কোটি। ঘাড়ের কাছে নিঃশ্বাস ‘জওয়ান’। ৯৩৭ কোটি টাকা আয় করার পরও সিনেমা হলে রমরমিয়ে চলছে শাহরুখ খানের ছবি। এবার পালা ‘ডাঙ্কি’র (Dunki)। রাজকুমার হিরানির পরিচালনায় নায়ক বলিউড বাদশা। দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। এমন পরিস্থিতিতেই ছবি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছেন তাপসী পান্নু। এমনই খবর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

SRK-Rajkumar-1

Advertisement

‘পাঠান’-এর তুমুল সাফল্যের পর বিরতি নেননি শাহরুখ (Shah Rukh Khan)। ‘জওয়ান’ ছবির কাজ শেষ করে ফেলেছেন। তারপরই ‘ডাঙ্কি’র শুটিং করেন। শাহরুখ, রাজকুমার হিরানি অবং জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন এই ছবি। আর তাতে শাহরুখ ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, তাপসী পান্নু, ভিকি কৌশল, দিয়া মির্জা, বোমন ইরানি, সতীশ শাহ, পরীক্ষিত সাহনি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই নাকি তাপসী জানিয়ে দিয়েছেন, ছবিতে শাহরুখ ও ধর্মেন্দ্রর দুরন্ত একটি দৃশ্য রয়েছে। আর এমন আবেগঘন দৃশ্য ভারতীয় সিনেমার ইতিহাসে কখনও দেখা যায়নি।

Dunki

[আরও পড়ুন: ‘অকারণে টার্গেট হচ্ছে বাচ্চা ছেলে’, সনাতন ধর্ম বিতর্কে উদয়নিধির পাশে কমল হাসান]

৮ মাসের মাসের ব্যবধানে বক্স অফিসে পর পর দুটো সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পর চলতি বছর শাহরুখের তিন নম্বর ছবির মুক্তি পাবে? এই প্রশ্ন ছিল অনুরাগীদের মনে। এমনও কথা শোনা যায়, ‘ডাঙ্কি’র মুক্তি নিয়ে নাকি গড়মসি করছিলেন নির্মাতারা। শুটিং এবং পোস্ট প্রোডাকশন সংক্রান্ত কাজ শেষের পথে হলেও ‘ডাঙ্কি’র রিলিজ পিছিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছিল। কিন্তু যাবতীয় জল্পনা নস্যাৎ করে ব্লকবাস্টার ‘জওয়ান’-এর সাফল্যের উদযাপনের মধ্যেই ‘ডাঙ্কি’ রিলিজের ঘোষণা করেন কিং খান।

‘Dunki’ to release on Christmas, confirms SRK at ‘Jawan’ success meet, Watch | Sangbad Pratidin

‘৩ ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজি, ‘সঞ্জু’র মতো একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন রাজকুমার হিরানি। এমন পরিচালকের সঙ্গে এতদিন বাদে জুটি বেঁধেছেন বলিউড বাদশা। আগামী ২২ ডিসেম্বর সিনেমার পর্দারও আবারও ম্যাজিক হতে চলেছে। এমনই আশা অনুরাগীদের।

[আরও পড়ুন: কেমন হবে রাঘব-পরিণীতির দাম্পত্য জীবন? জানালেন খ্যাতনামা জ্যোতিষী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement