Advertisement
Advertisement
Swastika Mukherjee

দিল্লিতে পথ কুকুরকে ধর্ষণ: ‘নৃশংস পৃথিবীতে বাস করছি’, টুইটারে গর্জে উঠলেন স্বস্তিকা

সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Swastika Mukherjee slams incident of raping stray dog in Delhi | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:March 2, 2023 12:19 pm
  • Updated:March 2, 2023 12:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগেই পথ কুকুরকে ধর্ষণের ঘটনায় কলঙ্কিত হয়েছিল দিল্লি (Delhi)। রাজধানীর হরি নগর এলাকায় একটি পার্কে ওই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয় নির্যাতনের ভিডিও (ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যার পর নিন্দায় সরব হন পশুপ্রেমীরা। এবার ওই ঘটনার প্রতিবাদে টুইটারে গর্জে উঠলেন অভিনেত্রী সস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তাঁর অভিযোগ, এত বড় ঘটনার পরেও পুলিশ অভিযোগ নিতে চাইছে না। এই অবস্থায় অপরাধীকে শনাক্ত করতে আমজনতার সাহায্য চান অভিনেত্রী। যদিও বৃহস্পতিবার জানা গিয়েছে, সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে পথ কুকুর ধর্ষণের প্রতিবাদে সরব হন স্বস্তিকা। টুইটারে নির্যাতনের ভিডিও পোস্ট করেন তিনি। অভিযোগ করেন, হরিনগর থানার পুলিশ আধিকারিক FIR নিচ্ছেন না। লেখেন, “আমরা একটা নৃশংস পৃথিবীতে বাস করছি। অনুগ্রহ করে অপরাধী শনাক্ত করতে সাহায্য করুন।” পোস্টটি দিল্লি পুলিশ এবং মেনেকা গান্ধীর সংস্থা PFA বা পিপল ফর অ্যানিমালকেও ট্যাগ করেন অভিনেত্রী। নিজের পোস্টে অভিনেত্রী আরও লেখেন, সংবাদমাধ্যম পথ কুকুরকে ধর্ষণের খবর করবে না, তাদের কাজ হল কুকুরের খারাপ দিক তুলে ধরা।

Advertisement

[আরও পড়ুন: নির্বাচন কমিশনার নিয়োগে প্রধানমন্ত্রী-বিরোধী নেতার যৌথ কমিটি, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের]

যদিও দিল্লিতে পথ কুকুরকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসামাত্র খবর হয়েছিল গোটা দেশের বহু সংবাদমাধ্যমে। ওই সংবাদ প্রকাশ করে সংবাদ প্রতিদিন ডিজিটালও। তখনই জানা গিয়েছিল, ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সরব হয়েছিলেন হরি নগর এলাকার বাসিন্দারা। গত সপ্তাহে কুকুরের উপরে অত্যাচারে প্রতিবাদে থানায় গিয়ে অভিযোগ করেন তাঁরা। এরপর রবিবার ভারতীয় দণ্ডবিধির ৩৭৭/১১ নং ধারায় পশু আইনের আওতায় মামলাও রুজু করে পুলিশ। বৃহস্পতিবার জানা গিয়েছে, ভিডিও সূত্রে সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে হরি নগর এলাকারই বাসিন্দা। অভিযুক্ত যুবক আগেও একই ধরনের কাণ্ড করেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: ট্রেন আসতে দেখেও সন্তানকে নিয়ে সরলেন না মহিলা, নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা? উঠছে প্রশ্ন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement