Advertisement
Advertisement

Breaking News

Swastika Mukherjee

ব্যাগে গোটা সংসার, লন্ডনে জুতো হাতে ঘুরছেন স্বস্তিকা, মেয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে কী কাণ্ড!

কিন্তু কেন?

Swastika Mukherjee shares photo from daughter's graduation event
Published by: Sandipta Bhanja
  • Posted:August 2, 2024 1:03 pm
  • Updated:August 2, 2024 2:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ে অন্বেষা সম্প্রতি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন বিদেশের জনপ্রিয় বিশ্ববিদ্যালয় থেকে। আর সেই প্রেক্ষিতেই মেয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত থাকতে ব্রিটেনে উড়ে গিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। আর সেখানে গিয়েই বিদেশের রাজপথে জুতো হাতে ঘুরতে দেখা গেল অভিনেত্রীকে।

পরনে লাল শাড়ি। মাথায় মেয়ের গ্র্যাজুয়েশন হ্যাট। কাঁধে ঝোলা ব্যাগ। আর দুই হাতে দুটো জুতোজোড়া। তবে মুখে রয়েছে অমলিন হাসি। কিন্তু কেন জুতো হাতে ঘুরতে হচ্ছে স্বস্তিকাকে? তার উত্তর নিজেই জানিয়েছেন তিনি। মেয়ে অন্বেষা আসলে বেশীক্ষণ হিলজুতো পরে হাঁটতে পারেন না। অগত্যা একটা স্লিপার নিয়ে যেতে হয়েছে স্বস্তিকাকে। অভিনেত্রী সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লিখেছেন, “মায়েরা যেটা সবথেকে ভালো করতে পারে, সেটাই করছি। সঙ্গে থাকা এই বোঁচকা ব্যাগে গোটা সংসার নিয়ে চলছি। আর হাতে চপ্পল নিয়ে ঘুরছি, যাতে অনুষ্ঠানের পর মেয়ে পরতে পারে। হিল আসলে সাময়িক ব্যবহার করার জন্যই।”

Advertisement

[আরও পড়ুন: ‘ব্যক্তিগত জীবন দর্শকের খোরাক না হলেই ভালো’, জীবনের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন অর্জুন]

মেয়ের জীবনের এই বিশেষ দিনের জন্য পরমার ডিজাইন করা শাড়ি বেছে নিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘সুপারমম’ অভিনেত্রীকে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরাও। কেউ ‘সান্তাক্লজ’ বলে সম্বোধন করছেন তো কারও মন্তব্য, ‘মায়েরা আসলে ম্যাজিশিয়ান। তাঁরা তাঁদের ব্যাগে সব নিয়ে ঘুরতে পারে।’ প্রসঙ্গত, মেয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বেশ কিছুদিন আগেই ব্রিটেনে গিয়ে পৌঁছেছেন স্বস্তিকা। সেখানে অন্বেষার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছেন। সেই ছবিও অভিনেত্রীর সোশাল মিডিয়ায় দেখা গিয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

[আরও পড়ুন: ‘ওঁর সব অঙ্গই পুরুষের মতো’, অলিম্পিকে বিতর্কিত ‘পুরুষ’ বক্সারকে কটাক্ষ কঙ্গনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement