Advertisement
Advertisement
Swastika Mukherjee

বিয়াল্লিশেও বোল্ড, স্বস্তিকার শরীরী ভাঁজে শীতেও উষ্ণতা ছড়াল নেটদুনিয়ায়, দেখুন ভিডিও

নিজের শর্তে বাঁচার বার্তাও দিয়েছেন অভিনেত্রী।

Swastika Mukherjee posted bold video on her birthday | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 13, 2022 5:05 pm
  • Updated:December 13, 2022 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোক না বয়স বিয়াল্লিশ। নাম তাঁর স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।  জন্মদিনে আধখোলা বাথরোব পরে সোশ্যাল মিডিয়ায় অনায়াসে ভিডিও পোস্ট করতে পারেন। দিতে পারেন নিজের শর্তে বাঁচার বার্তা। 

Swastika-2

Advertisement

১৯৮০ সালে ১৩ ডিসেম্বর জন্ম স্বস্তিকার। সেই অনুযায়ী মঙ্গলবার ৪২ বছরে পা দিলেন স্বস্তিকা। নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি পোস্ট করেছেন অভিনেত্রী। যা আদতে তাঁর একাধিক ছবির কোলাজ। ছবিগুলিতে সাদা বাথরোব অঙ্গে জড়িয়েছেন স্বস্তিকা। আর তার অন্দরেই দেখা যাচ্ছে কালো অন্তর্বাস। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

[আরও পড়ুন: ‘আইনের পথেই হাঁটব!’ মানহানি মামলা নিয়ে নোরাকে পালটা জ্যাকলিনের আইনজীবীর]

মাত্র সাত সেকেন্ডের ভিডিওটি। তাতেই মোহময়ী হয়ে উঠেছেন স্বস্তিকা। ক্যাপশনে লিখেছেন, “এই স্ট্রং, ইন্ডিপেনডেন্ট শব্দগুলো শুনতে আমাদের ক্লান্ত লাগে না? আমার তো লাগে আর তাই নিজের মতো কিছু সংজ্ঞা তৈরি করছি- সাহসী, দক্ষ, অভূতপূর্ব। এটাই তো আমরা! ৪২ বছরে পা দেওয়ার জন্য, নিজেদের সংজ্ঞা নিজেরা তৈরি করার জন্য উল্লাস। “

Swastika

২০২২ সাল ভালই গিয়েছে স্বস্তিকার। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছে ‘শ্রীমতী’। অন্যদিকে নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘কলা’য় উর্মিলা মঞ্জুশ্রীর ভূমিকায় অভিনয় করে সারা ভারতের দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী। আগামীতে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘বিজয়ার পরে’। ছবিতে বন্ধু মীর আফসার আলির সঙ্গে জুটি বেঁধেছেন স্বস্তিকা।  মীর-স্বস্তিকা ছাড়াও ছবির অন্যতম আকর্ষণ দীপঙ্কর দে ও মমতা শংকর জুটি। প্রবীণ দম্পতির ভূমিকায় অভিনয় করছেন দুই শিল্পী। তাঁদের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো তারকারা। 

[আরও পড়ুন: পর্ন কাণ্ডে সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ কুন্দ্রার, পেলেন আগাম জামিন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement