Advertisement
Advertisement
Swastika Mukherjee

‘অবলা কুকুর-বেড়ালদের রং মাখাবেন না’, বৃন্দাবনে দোল খেলার মাঝেই কড়া বার্তা স্বস্তিকার

বৃন্দাবন থেকেই অনুরাগীদের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

Swastika Mukherjee plays holi in Vrindavan
Published by: Sandipta Bhanja
  • Posted:March 25, 2024 11:35 am
  • Updated:March 25, 2024 11:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালের পর গতবছর দোলের রং গায়ে মেখেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সেই নয়-নয়টা বছরের ‘দোল অনশন’ অবশ্য বৃন্দাবনে গিয়েই ভেঙেছিলেন অভিনেত্রী। তাই এবারের হোলিতেও কলকাতার বাইরে স্বস্তিকা। চলে গিয়েছেন সেই ব্রিজ ভূমিতেই। আর সেখান থেকেই অবলা চারপেয়েদের হয়ে কড়া বার্তা দিলেন।

রবিবার রাতে সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানেই দেখা গেল আদ্যোপান্ত রঙিন চেহারায় অভিনেত্রীকে। বেশ বোঝা যাচ্ছে, কাজের ব্যস্ততা কাটিয়ে বৃন্দাবনে দারুণ দোল উপভোগ করছেন তিনি। পরনে শাড়ি। কপালে টিপ। গলায় হাঁসুলি নেকপিস। দোলের ফ্যাশনেও বাজিমাত নায়িকার। আর সেই ভিডিও শেয়ার করেই স্বস্তিকার মন্তব্য, “আমার সমস্ত অনুরাগীদের জানাই দোলের অসংখ্য শুভেচ্ছা। সবার দোল খুব আনন্দে কাটুক। আর দয়া করে রাস্তার অবলা কুকুর বেড়ালগুলোকে রং মাখাবেন না। একে-অপরের গায়ে রং লাগান। খুব আনন্দ করুন। হ্যাপি হোলি।” শেষপাতে ব্রিজভূমি থেকে ‘রাধে রাধে’ জপও শোনা গেল স্বস্তিকার মুখে।

Advertisement

[আরও পড়ুন: অবিশ্বাস্য! বুম্বা, দেব, জিৎ সকলের নাম ধরে ‘অতি উত্তম’ চমক দিলেন খোদ মহানায়ক]

গতবছরও বৃন্দাবনে হোলি খেলে দারুণ আনন্দ করেছিলেন অভিনেত্রী। সেইবার বলেছিলেন, “৯ বছর পর হোলি খেললাম। ২০১৪ সালের পর থেকে দোলে না বাড়ির বাইরে পা রেখেছি, না রং ছুঁয়েছি! এইসমস্ত বকেয়া মিটিয়ে নিয়েছি আর ভবিষ্যতের জন্য অতিরিক্ত পয়েন্টও বাড়িয়ে ফেলেছি। এটা বৃন্দাবন। রাধে রাধে…।”

বৃন্দাবনে প্রতিবারই ঘটা করে দোল উৎসব পালন হয়। এবছর মিমি চক্রবর্তীও আগেভাগেই পৌঁছে গিয়েছেন সেখানে। আর বৃন্দাবনের অলি-গলি থেকে হোলির আমেজের ঝলকও শেয়ার করেছেন তিনি। স্বস্তিকা মুখোপাধ্যায়ও ফের এবছর গেলেন ব্রিজ ভূমিতে।

[আরও পড়ুন: ‘দিদি, CCL ট্রফিটা তোমার বাড়িতে রাখব’, মমতার কাছে আবদার যিশুর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement