Advertisement
Advertisement

Breaking News

Swastika Mukherjee

কনের সাজে সাজলেন স্বস্তিকা, ‘বর কোথায়?’ ভিডিও আপলোড করে প্রশ্ন অভিনেত্রীর

হঠাৎ এমন কেন বললেন স্বস্তিকা?

Swastika Mukherjee instagram Video goes Viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 4, 2023 3:18 pm
  • Updated:May 4, 2023 3:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় টোপর। কপালে সুন্দর করে চন্দন আঁকা। সিঁথিতে সিঁদূর। হাতে, গলায় সোনার গয়না। আর পরনে লাল টুকটুকে বেনারসি শাড়ি। একেবারে বধূ বেশে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু সাজগোজ তো শেষ, কিন্তু বর কোথায়? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও আপলোড করে এমন প্রশ্নই করে ফেললেন স্বস্তিকা।

গপ্পোটা হল, বিয়ের মরশুমে, বিয়ের জন্য স্পেশ্য়াল ফটোশুট করেছেন স্বস্তিকা। সেই ফটোশুটের ভিডিওই পোস্ট করে স্বস্তিকা লিখলেন, বিয়ের সাজগোজে একশো একশো নম্বর। কিন্তু বর কোথায়?

Advertisement

[আরও পড়ুন:  পাকিস্তানে রাজ কাপুরের বাড়ি ভেঙে শপিং মল তৈরির আবেদন, আদালতে খারিজ মামলা]

টলিপাড়ায় ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবেই পরিচিত স্বস্তিকা। তাঁকে নিয়ে গুঞ্জনও কম নয়। তবে এসবে কখনই পাত্তা দেননি তিনি। বরং সিনেমা, সিরিজে অভিনয় করছেন চুটিয়ে। টলি থেকে বলি, কে আটকায় তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও কমবেশি অ্যাক্টিভ তিনি। মাঝে মধ্য়েই শেয়ার করেন নিজের নানারকম ছবি। আর এবার লাল বেনারসি, মাথায় সিঁদুর, হাতে শাঁখা, পলা পরে কনে সেজে ভিডিও পোস্ট করলেন স্বস্তিকা। তাঁর রূপ দেখে অনুরাগীরা কিন্তু প্রশংসাও করছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অল্প বয়সে বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে স্বস্তিকা জানিয়েছেন, ‘আমার কোনও আফসোস নেই, কারণ আমি যখন ভাবি যে জীবনটা আমি ওই বিয়েটা ছাড়াও কাটাতে পারতাম, আমার মনে হয় তাহলে অন্বেষা আমার সঙ্গে থাকত না।

[আরও পড়ুন: বার বার পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির তারিখ! রিলিজ করবে তো শাহরুখের ‘জওয়ান? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement