Advertisement
Advertisement
Swastika Mukherjee

দেখতে বাজে লাগছে বলে কটাক্ষ নেটিজেনের, টুইটে মোক্ষম জবাব দিলেন স্বস্তিকা

কী বললেন অভিনেত্রী?

Swastika Mukherjee gives befitting reply to online abusers
Published by: Suparna Majumder
  • Posted:August 18, 2020 10:01 pm
  • Updated:August 18, 2020 11:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠোঁট কাটা মহিলা। মুখের উপর সপাটে জবাব দিয়ে দেন। পাশ থেকে অনেকেই বাঁকা চোখে দেখেন বটে কিন্তু তাতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) কিছু এসে যায় না। সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার জবাব দেন একদম নিজস্ব মেজাজে। সেই ধারা বজায় রাখলেন সাম্প্রতিক টুইটে।

[আরও পড়ুন: প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের সঙ্গে সুশান্তের WhatsApp চ্যাট ভাইরাল!]

নিজের লুক নিয়ে বরাবর এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তার নানা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তেমনই এক ছবি সোমবার টুইটারে আপলোড করেছিলেন স্বস্তিকা। ছবিতে নিজের ‘আন্ডারকাট হেয়ারস্টাইল’ তুলে ধরেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, “ওড়ার জন্য আমার ডানা প্রয়োজন নেই। আমার এই অসজ্জিত মাথাই যথেষ্ট।”

Advertisement

 

[আরও পড়ুন: ফের ত্রাতার ভূমিকায় দেব, এবার বিমা সংস্থার হাতে প্রতারিত মহিলার পাশে দাঁড়ালেন অভিনেতা]

এর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের পালা শুরু হয়ে যায়। কেউ লেখেন, “তোমার সেই লম্বা চুল, মুখ ভরতি হাসি দিয়ে তুমি মন জিতে নাও স্বস্তিকা। কালো বড় চুল রাখা কি তোমার একেবারেই পছন্দ নয়?”, কেউ আবার লেখেন “তোমার হেয়ারস্টাইল ভাল লেগেছে কিন্তু তোমাকে দেখতে ভাল লাগছে না। জানি না কেন হয়তো কোনও মেকআপ বা কোনও ফিল্টার নেই বলে”। জবাব দিতে দেরি করেননি স্বস্তিকা। একটি টুইট শেয়ার করে লেখেন, “খারাপটাই এখন চলছে।  চিয়ার্স টু লুকিং ব্যাড।”

 

সারমেয়র উপর অত্যাচারের বিরুদ্ধেও সরব হয়েছেন স্বস্তিকা। এক সারমেয় ব্যবসায়ীর কুকীর্তির ভিডিও টুইটে শেয়ার করেছিলেন মানেকা গান্ধী। সেই টুইট শেয়ার করে তীব্র সমালোচনা করেন স্বস্তিকা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement