Advertisement
Advertisement
RG Kar Protest

প্রতিবাদে হাসি কেন? প্রশ্ন উঠতেই স্বস্তিকার পালটা, ‘পিরিয়ড হলে…’

নিন্দুকদের 'ফেসবুক ফেসবুক খেলা' করার পরামর্শও দিয়েছেন অভিনেত্রী।

RG Kar Protest: Swastika Mukherjee gave befitting reply to trolls questioning her smile in the protest
Published by: Suparna Majumder
  • Posted:September 4, 2024 9:19 am
  • Updated:September 4, 2024 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। মহামিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটেছেন। তার পর আন্দোলনকারীদের সঙ্গে বসে গিয়েছেন ধরনায়। ‘জাস্টিস ফর আর জি কর’, কণ্ঠ মিলিয়ে দিয়েছেন স্লোগান। তবে ‘হাসতে তাদের মানা’, স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) জানা ছিল না। কারণ হাসিমুখে তোলা ছবি পোস্ট করতেই সোশাল মিডিয়ায় নিশানায় অভিনেত্রী। এতে অবশ্য অভিনেত্রী দমে যাননি। যাঁরা তাঁর হাসি নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁদের পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন।

Swastika-1
ছবি: ফেসবুক

ফেসবুক পেজে অভিনেত্রী লিখেছেন, “যারা হেসেছি বলে ট্রোল করতে ব্যস্ত, তারা কেউ একবারও জিজেস করল না কিন্তু যে এতগুলো মেয়ে রাস্তায়, শ্যামবাজার মোড়ে তারা বাথরুম কোথায় যাবে? কারুর পিরিয়ড হলে কোথায় প্যাডের ব্যবস্থা হবে? ছিঃ ছিঃ এসব একদম ভাববেন না।”

Advertisement

Swastika FB post

[আরও পড়ুন: পথ অবরোধের চেষ্টায় বাধা দিতেই মহিলা ডিএসপির চুলের মুঠি ধরে টান বিক্ষোভকারীর!]

এই পোস্টের খানিক আগেই আবার হাসিমুখে চালিয়ে যাওয়া প্রতিবাদের একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যাঁর ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি সন্দীপ ঘোষ নই। আমি রেপ করিনি। আমি খুনও করিনি। রাস্তায় নেমে ১৫ ঘণ্টা ধরে প্রতিবাদরত মহিলা বা পুরুষদের সারাক্ষণ মুখ গম্ভীর করে থাকতে হবে সেই নিয়মটা কে বানাল? আর কোনও নিয়ম মানব না। যেভাবে মনে হবে সেই ভাবে রাস্তায় নামব, দিনে, রাতে।”

Swastika FB post 1

যাঁদের সঙ্গে ছবিগুলো তুলেছেন তাঁদের কথা উল্লেখ করে অভিনেত্রী লেখেন, “এরা আমার অপরিচিত। এদের সবার সঙ্গে আজকে আলাপ হল। কত অচেনা মানুষ চেনা হয়ে উঠছে। বেশ করেছি হেসেছি। যারা ২০ দিন ধরে রোজ জেগে আছে তারা যেভাবে ভালো থাকার হোক থাকুক। যে যেভাবে প্রতিবাদ করার করুক। হেসে বা না হেসে। এই নিয়েও আবার কণ্ঠ তুলতে হচ্ছে, সত্যি কী দুঃসময়।” ছবি তোলার জন্য বন্যা নামের একজনকে ধন্যবাদ দেন স্বস্তিকা। এর পরই নিন্দুকদের উদ্দেশে লেখেন, “যা যত ট্রোল করবি কর। হেসে হেসেই প্রতিবাদ (RG Kar Protest) করব। তোরা বাড়িতে বসে ফেসবুক ফেসবুক খেলা কর।”

[আরও পড়ুন: আর জি কর কাণ্ডে CBI-এর স্ক্যানারে আরও ৪, দ্রুতই গ্রেপ্তারি  ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement