Advertisement
Advertisement

Breaking News

Swastika Mukherjee

‘ছবির চোদ্দোটা বেজে গিয়েছে!’, ‘শিবপুর’ নিয়ে ফের ঝাঁঝালো স্বস্তিকা

‘শিবপুর’ নিয়ে আর কী বললেন স্বস্তিকা?

Swastika Mukherjee facebook on Shibpur Movie goes Viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 6, 2023 4:18 pm
  • Updated:July 6, 2023 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার বিতর্ক পেরিয়ে মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্য়ায় ও পরমব্রত চট্টোপাধ্য়ায় অভিনীত ছবি ‘শিবপুর’। এই ছবিতে প্রশংসা পেয়েছে স্বস্তিকার অভিনয়। সিনেমা হলে যখন শিবপুর চলছে, ফের এই ছবি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন স্বস্তিকা। ফেসবুক পোস্টে স্পষ্ট লিখলেন, এই ছবি তৈরিতে যুক্ত হয়েছিল প্রযোজক ও পরিচালকের ইগোর লড়াই। আর তার ফল ছবির গুণমানে!

তা ফেসবুকে কী লিখলেন শিবপুরের ‘মন্দিরা’ ওরফে স্বস্তিকা?

Advertisement

”কি ভাবে পরিচালক আর প্রযোজক এর ইগোর লড়াই তে একটা ছবির চোদ্দটা বাজতে পারে #shibpur তার জ্বলন্ত উদাহরণ। পরিচালক বাদ পড়লেন, প্রযোজক অজন্তা সিনহা রায় কোথা থেকে ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে গেলেন জানিনা। একদিন শুটিংয়ে- এ এসেছিলেন কেক কাটতে, ছবির শেষ দিনে, তা ছাড়া দেখিনি ওনাকে।তিনিও একটা গাল ভরা টাইটেল পেয়ে গেলেন। টাকা লাগিয়েছেন যখন, যা ইচ্ছে করাই যায়… এই লম্বা পোস্টে স্বস্তিকা আরও লিখলেন, নতুন প্রজোযক রা নিশ্চয়ই আসবেন, এসে পরিচালক হয়ে ছবির গুষ্টির পিন্ডি চটকাবেন, এটাই আশংকাজনক।”

[আরও পড়ুন: শ্রাবন্তীর জন্যই জিতুর সঙ্গে সম্পর্কে ভাঙন? মুখ খুললেন নবনীতা]

টিজার-ট্রেলার রিলিজের আগেই বিতর্কে জড়িয়েছিল ‘শিবপুর’ (Shibpur)। সংবাদমাধ্যমে মেল পাঠিয়ে স্বস্তিকার অভিযোগ করেন, ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সরকার ও তাঁর সহযোগী রভীশ শর্মা তাঁকে এবং তাঁর ম্যানেজারকে অত্যন্ত কুরুচিকর ভাষায় মেল করেছেন। তাঁর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এমনকী প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। এমনই কয়েকটি মেলের স্ক্রিনশটও দেওয়া হয়েছিল। পুলিশ ও ইম্পার কাছেও বিষয়টি জানিয়েছিলেন স্বস্তিকা।

এই ঘটনার পরই সাংবাদিক বৈঠক করে ছবির আরেক প্রযোজক অজন্তা সিং রায় দাবি করেন, সব গণ্ডগোলের শুরু ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্যর হাত ধরেই। স্বস্তিকার সঙ্গে পরিচালক অরিন্দম তাঁদের যোগাযোগ করতে দেননি। শুধু তাই নয়, বিগত এক বছর ধরে তাঁর থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়েছেন। এমনকী, প্রযোজনা সংস্থা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন। আর তাই তিনি চারু মার্কেট থানায় অরিন্দমের নামে অভিযোগ দায়ের করেছেন। অজন্তা এও জানান, ‘শিবপুর’ ছবি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন সন্দীপ। যদিও তিনি নিজে ইমেলগুলো পাঠাননি। পাঠিয়েছিলেন রভীশ শর্মা নামের ব্যক্তি। তবে সন্দীপ সিনেমার স্বার্থে নাম সরিয়ে নেন।

[আরও পড়ুন: “আহা! অবিকল অমিতাভ-মৌসুমী”, ‘রিমঝিম গিরে সাওন’ গানের স্মৃতি ফেরালেন বৃদ্ধ দম্পতি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement