সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডাস্ট্রিতে শুরুটা আগেই হয়েছিল। তবে নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়ের(Swastika Mukherjee) সফর শুরু ‘মস্তান’ সিনেমায়। ২০০৪ সালের ২২ অক্টোবর সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। নায়ক জিৎ। দেখতে দেখতে দুই দশক পার। এখন আর শুধু নায়িকা নন, স্বস্তিকা টলিউড-বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রীও বটে। বর্তমানে দাঁড়িয়েই ফিরে দেখলেন নিজের অতীত।
অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে স্বস্তিকা। তবে নিজের অভিনয় প্রতিভার জোরেই ইন্ডাস্ট্রিতে সুখ্যাতি পেয়েছেন। নায়িকা হিসেবে বহু চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী। বলিষ্ঠ অভিনয়ে বার বার দর্শকদের মুগ্ধ করেছেন। ‘মস্তান’ সিনেমাটি তৈরি হয়েছিল সুরিন্দর ফিল্মসের প্রযোজনায়। পরিচালক ছিলেন রবি কিনাগি। ছবিতে মমতা নামের চরিত্রে দেখা গিয়েছিল স্বস্তিকাকে। সেই ছবির পাশাপাশি নিজের সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘বিজয়া’র পোস্টার শেয়ার করেছেন স্বস্তিকা।
নিজের এই পোস্টের ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, ‘নায়িকা হিসেবে আমার প্রথম ছবি মস্তান। ২০০৪ সালের ২৪ অক্টোবর সিনেমা হলে মুক্তি পেয়েছিল। এটি একটি দ্বিভাষিক ছবি, বাংলায় ‘মস্তান’ ও ওড়িয়া ভাষায় ‘সুনা সাংখালি’ নাম ছিল। ‘মস্তান’ থেকে ‘বিজয়া’ পর্যন্ত অনেকটা পথ পেরিয়ে এলাম।’
নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন স্বস্তিকা। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছিলেন তিনি। টলিউডে মহিলাদের সুরক্ষা নিয়েও বার বার সরব হয়েছেন। ২০২৪ সালে অভিনেত্রীকে দেখা গিয়েছে ‘বিজয়ার পরে’, ‘দুর্গাপুর জংশন’, ‘লাভ সেক্স অউর ধোকা ২’ এবং দেব প্রযোজিত ‘টেক্কা’ ছবিতে। চলতি বছরের সবচেয়ে বেশি ব্যবসা করা বাংলা সিনেমার তালিকায় উপরের সারিতেই রয়েছে ‘টেক্কা’। ইরার চরিত্রে স্বস্তিকার অভিনয়ও প্রশংসিত হয়েছে।
Bengal’s biggest superstar @idevadhikari & biggest director with perfect Pujo record @srijitspeaketh bring a hostage thriller this Pujo, which is setting the box-office on fire. Based on the number of housefull shows & per show revenue, it is slated to become a blockbuster! pic.twitter.com/BOvjx5z9QG
— Komal Nahta (@KomalNahta) October 9, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.