Advertisement
Advertisement

Breaking News

Dev

দেবকে সঙ্গে নিয়ে ‘টেক্কা’ দেবেন সৃজিত, পরিচালকের নতুন থ্রিলারে ফের জুটিতে পরমব্রত-স্বস্তিকা!

এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে অনুপম রায়।

Swastika Mukherjee and Parambrata chatterjee will be the part of srijit mukherjis next thriller| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 8, 2023 10:17 am
  • Updated:December 8, 2023 10:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় শোনা গেল জব্বর খবর। দেব আর সৃজিত যে এক সঙ্গে ছবি করছেন, সে খবর আগেই ছিল। এমনকী, খবর ছিল এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এবার সামনে এল নতুন দুই তথ্য।

দেবকে সঙ্গে নিয়ে নতুন এক থ্রিলার ছবিতে হাত দিয়েছেন সৃজিত। আপাতত, ছবির নাম ঠিক হয়েছে ‘টেক্কা’। আর সূত্রের খবর, এই ছবিতে সব বিতর্ক উড়িয়ে বহু বছর পর ফের সিনেপর্দায় জুটি বাঁধছেন পরমব্রত ও স্বস্তিকা। এখানেই চমকের শেষ। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়।  জানুয়ারি থেকেই নাকি শুরু হবে এই ছবির শুটিং। ২০২৪-এর পুজোতেই মুক্তি পাবে সৃজিতের এই হাই ভোল্টেজ ছবি। 

Advertisement

[আরও পড়ুন: দাদুর সামনেই সুহানার হাতে হাত অগস্ত্যার, নাতবউ হিসেবে শাহরুখকন্যাকে গ্রিন সিগনাল বিগ বির?]

বেশ কয়েক মাস আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে তাঁর প্রযোজনা সংস্থার অফিস থেকে একটি ছবি পোস্ট করেছিলেন দেব। সঙ্গে পোস্টে লিখছিলেন, অবশেষে ফাইনাল… আমরা আসছি ২০০৪ সালে। ব্যস, এই পোস্ট দেখেই হইচই শুরু হয়েছিল। এবার স্পষ্ট হল, দেব ও সৃজিত দুজনে মিলে আসলে ‘টেক্কা’ দিতে চাইছেন, টলিপাড়ার অন্য়ান্য পরিচালকদের। আর তারই প্ল্যানিং শুরু। 

[আরও পড়ুন: টাটা থেকে আম্বানি, শচীন থেকে অমিতাভ! রাম মন্দিরের উদ্বোধনে চাঁদের হাঁট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement