Advertisement
Advertisement

Breaking News

এয়ারস্ট্রাইক নিয়ে মোদির সমালোচনা, নেটদুনিয়ায় কটাক্ষের শিকার স্বরা

এর আগেও স্বমেহনের দৃশ্য নিয়ে নেটদুনিয়ায় সমালোচিত হন স্বরা৷

Swara Bhasker trolls
Published by: Sayani Sen
  • Posted:February 27, 2019 5:03 pm
  • Updated:February 27, 2019 5:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বমেহনের দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি৷ ওই দৃশ্য নিয়ে কম আলোচনা হয়নি৷ রেশ কাটতে না কাটতেই আবারও শিরোনামে স্বরা৷ পাকিস্তানের উপর প্রত্যাঘাতের প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের সমালোচনা করে নেটদুনিয়ায় হাসির খোরাক অভিনেত্রী৷

[বালাকোটে এয়ারস্ট্রাইকের জের, এবার সিনে দুনিয়ায় ইন্দো-পাক যুদ্ধ]

১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে ঢুকে পড়ে প্রচুর পরিমাণ বিস্ফোরক বোঝাই একটি গাড়ি৷ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় ৪৯ জন সিআরপিএফ জওয়ানের দেহ৷ এই ঘটনার ঠিক ১২ দিনের মাথায় পাকিস্তানের উপর প্রত্যাঘাত করে ভারত৷ মঙ্গলবার আকাশপথে পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা৷ প্রায় ৩৫০ জন জঙ্গি নিকেশ হয়৷ এদিনই রাজস্থানে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ ওই সভামঞ্চ থেকেই প্রধানমন্ত্রী দাবি করেন, সার্জিক্যাল স্ট্রাইকের সময় রাতভর জেগেছিলেন তিনি৷ মোদির এই বক্তব্যের পালটা টুইট করেন অভিনেত্রী স্বরা ভাস্কর৷

Advertisement

টুইটে তিনি লেখেন, ‘‘এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? নাকি রাত জাগার জন্য আলাদা পয়েন্ট পেতে চাইছেন আপনি?’’

স্বরার এই টুইট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়৷ আর এহেন বিতর্কিত টুইটের জেরে সমালোচনার স্বীকার হন অভিনেত্রী৷ বায়ুসেনার এত বড় সাফল্যের দিনে কীভাবে স্বরা এহেন মন্তব্য করতে পারেন, তা নিয়ে অভিনেত্রীকে খোঁচা দেন নেটিজেনরা৷ কেউ কেউ বলেন, ‘‘আপনি কোনওদিন ১৮ ঘণ্টা জেগে কাজ করেছেন? করেননি কারণ আপনার হাতে কোনও কাজই নেই৷’’ এমন টুইটের জেরে স্বরার জীবনযাত্রা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা৷ অনেকেই বলছেন, ‘‘এখনও পার্টির হ্যাংওভার কাটেনি আপনার৷ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement