সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বমেহনের দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি৷ ওই দৃশ্য নিয়ে কম আলোচনা হয়নি৷ রেশ কাটতে না কাটতেই আবারও শিরোনামে স্বরা৷ পাকিস্তানের উপর প্রত্যাঘাতের প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের সমালোচনা করে নেটদুনিয়ায় হাসির খোরাক অভিনেত্রী৷
১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে ঢুকে পড়ে প্রচুর পরিমাণ বিস্ফোরক বোঝাই একটি গাড়ি৷ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় ৪৯ জন সিআরপিএফ জওয়ানের দেহ৷ এই ঘটনার ঠিক ১২ দিনের মাথায় পাকিস্তানের উপর প্রত্যাঘাত করে ভারত৷ মঙ্গলবার আকাশপথে পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা৷ প্রায় ৩৫০ জন জঙ্গি নিকেশ হয়৷ এদিনই রাজস্থানে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ ওই সভামঞ্চ থেকেই প্রধানমন্ত্রী দাবি করেন, সার্জিক্যাল স্ট্রাইকের সময় রাতভর জেগেছিলেন তিনি৷ মোদির এই বক্তব্যের পালটা টুইট করেন অভিনেত্রী স্বরা ভাস্কর৷
টুইটে তিনি লেখেন, ‘‘এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? নাকি রাত জাগার জন্য আলাদা পয়েন্ট পেতে চাইছেন আপনি?’’
Part of the job, no? या इसके अलग से points मिलने चाहिए??!??? https://t.co/oaeJVi3TSw
— Swara Bhasker (@ReallySwara) February 27, 2019
স্বরার এই টুইট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়৷ আর এহেন বিতর্কিত টুইটের জেরে সমালোচনার স্বীকার হন অভিনেত্রী৷ বায়ুসেনার এত বড় সাফল্যের দিনে কীভাবে স্বরা এহেন মন্তব্য করতে পারেন, তা নিয়ে অভিনেত্রীকে খোঁচা দেন নেটিজেনরা৷ কেউ কেউ বলেন, ‘‘আপনি কোনওদিন ১৮ ঘণ্টা জেগে কাজ করেছেন? করেননি কারণ আপনার হাতে কোনও কাজই নেই৷’’ এমন টুইটের জেরে স্বরার জীবনযাত্রা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা৷ অনেকেই বলছেন, ‘‘এখনও পার্টির হ্যাংওভার কাটেনি আপনার৷ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন৷’’
One Finger – Part of job !!
Two Fingers – Extra Charges
Whole hand – No way !!— Rascal Swara (@RascalSwara) February 27, 2019
We appreciate you when you’re in a movie, no? No extra points, just nice to acknowledge someones work I guess 🙂
— Tamanna Wahi (@tamannaW) February 27, 2019
Looks like u r in hangover from last night’s grieving party😅😂😂get well soon…#UrbanNaxals #ModiDobara deal with it…
— DR Null Sshnuke(23) (@DSshnuke) February 27, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.