Advertisement
Advertisement

Breaking News

Swara Bhasker

ভারতের নতুন প্রধানমন্ত্রী প্রয়োজন! বিতর্কিত টুইট করে নেটদুনিয়ার রোষানলে স্বরা ভাস্কর

একের পর এক টুইট করে চলেছেন ক্ষিপ্ত নেটিজেনরা।

Swara Bhasker trolled for her Controversial tweet on PM Narendra Modi | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 6, 2021 5:34 pm
  • Updated:May 6, 2021 6:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ভারতের নতুন প্রধানমন্ত্রী প্রয়োজন।” টুইটারে এমনই মন্তব্য করেছিলেন স্বরা ভাস্কর (Swara Bhasker)। তাতেই ক্ষিপ্ত নেটদুনিয়ার একাংশ। শুরু হয়ে গিয়েছে ট্রোলের পালা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে অভিনেত্রীর নাম।

বুধবার সাংবাদিক শেখর গুপ্তর টুইটের প্রেক্ষিতে এই মন্তব্য করেছিলেন স্বরা। নিজের টুইটে শেখর গুপ্ত (Shekhar Gupta) লিখেছিলেন, “মোদির নতুন টিম দরকার। অবশ্যই যদি পিএমও চায় দেশ এগিয়ে চলুক।” এই টুইট শেয়ার করে স্বরা লেখেন, “ভারতের নতুন প্রধানমন্ত্রী প্রয়োজন। যদি তাঁরা প্রিয়জনদের নিঃশ্বাসের অভাবে কষ্ট পেতে দেখতে না চান।”

Advertisement

Swara Bhasker trolled for her Controversial tweet on PM Narendra Modi

[আরও পড়ুন: অ্যাপে ভ্যাকসিনের জন্য নাম নথিভূক্ত করাতে গিয়ে নাজেহাল অভিনেতা বিক্রম]

স্বরার এই টুইটেই শোরগোল পড়ে যায়। অনেকেই অভিনেত্রীকে একহাত নেন। একজন লেখেন, “দুঃখিত ২০২৪ সালের আগে তা সম্ভব নয়। ততক্ষণ মানিয়ে নিতেই হবে।” আরেকজন আবার ভুল তথ্য ছড়ানোর জন্য স্বরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। “চিনের জন্যই সারা বিশ্ব শ্বাসকষ্টে ভুগছে বস… আর আমাদের প্রধানমন্ত্রী দেশটাকে বিকিয়ে দিচ্ছেন না আর শুধু সেই জন্যই আমাদের নতুন প্রধানমন্ত্রীর প্রয়োজন নেই”, স্বরা ভাস্করকে ট্যাগ করে একথাও লেখা হয়েছে।

 

[আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ‘ছিঁছোরে’ সিনেমার সহ-অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement