Advertisement
Advertisement

Breaking News

Swara Bhasker

‘নরকেও যেন ঠাঁই না হয়’! করোনা আক্রান্ত স্বরার মৃত্যুকামনায় টুইট, পালটা জবাব অভিনেত্রীর

মিঠেকড়া ভাষায় পালটা কী জবাব দিলেন স্বরা ভাস্কর?

Swara Bhasker replies them who wish for her death after she gets COVID-19 positive through tweet | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 9, 2022 3:18 pm
  • Updated:January 9, 2022 6:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিডের (COVID-19) তৃতীয় ঢেউ কার্যত নাস্তানাবুদ করে ছেড়েছে স্বাভাবিক জনজীবন।টিকার জোড়া ডোজ নেওয়ার পরও করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকে। আবার দ্বিতীয় কিংবা তৃতীয়বার মারণ ভাইরাস থাবা বসাচ্ছে কারও কারও শরীরে। সবমিলিয়ে, করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের দাপটে রীতিমতো থরহরিকম্প দেশ। এর প্রভাব পড়েছে বিনোদন জগতেও। অনেক তারকাই আক্রান্ত। তাঁদেরই একজন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker)। সেই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁর মৃত্যুকামনায় একের পর এক টুইট দেখা গেল নেটদুনিয়ায়। তবে করোনা ভাইরাসের আক্রমণ সামলে টুইট (Tweet) যুদ্ধে অবতীর্ণ হলেন স্বরা নিজেও। পালটা জবাব দিলেন তাঁর মৃত্যুকামনাকারীদের।

দিন দুই-তিন আগেই বলি (Bollwood) অভিনেত্রী স্বরা ভাস্করের কোভিড পজিটিভ হওয়ার খবর মেলে। মৃদু উপসর্গ থাকায় আপাতত তিনি হোম আইসোলেশনেই রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানাজানি হতেই তাঁর অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনার বার্তা পাঠিয়েছেন। কিন্তু এই স্বাভাবিক ঘটনার মধ্যেও তাল কাটল। কয়েকজন আবার স্বরার এই অসুস্থতা নিয়ে মশকরা করেছেন। কেউ কেউ ব্যক্তিগত আক্রোশের প্রকাশ ঘটিয়ে ফেলেছেন নেটদুনিয়ায়।

Advertisement

Swara Bhasker

[আরও পড়ুন: সুকেশের সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁসের পরই মুখ খুললেন জ্যাকলিন ফার্নান্ডেজ, কী বললেন অভিনেত্রী?]

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যাচ্ছে এসব টুইট। কেউ লিখছেন, ”ওর দ্রুত মৃত্যুকামনা করি। মৃত্যুর পর যেন নরকেও ঠাঁই না পায়।” কেউ আবার লিখেছেন, ” Rest in Hell। ” এমনই নানা অনভিপ্রেত টুইটে ভরেছে নেটমহল। তবে স্বরা ভাস্করের মতো অভিনেত্রীর প্রতি এমন কটাক্ষ কিংবা অভিশম্পাত করলে যে পালটা প্রতিক্রিয়া আসবে না, তা তো হয় না।অভিনেত্রীর অনুরাগীরা নয়, এ ধরনের টুইট সামলাতে নিজেই আসরে নেমেছেন স্বরা। কোনও রাগ বা আক্রোশের মেজাজে নয়, বরং বেশ মজার ছলেই টুইট করলেন তিনি। লিখলেন, ”আমাকে ঘৃণা করেন যাঁরা, তাঁদের বলছি, আমার মৃত্যুকামনা করবেন না। কারণ, আমার এরকম কিছু হয়ে গেলে আপনাদের রুটি-রুজি তো বন্ধ হয়ে যাবে। তখন সংসার কীভাবে চলবে?” সূক্ষ্মভাবে স্বরার এমন কড়া আক্রমণ কি সামলাতে পারবেন তাঁর মৃত্যুকামনাকারীরা? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement