Advertisement
Advertisement

Breaking News

স্বরা ভাস্কর

গণপতি দর্শনে গিয়ে জুতো খোয়ালেন স্বরা, হাঁটলেন খালি পায়েই

দেখুন সেই ভাইরাল ভিডিও।

Swara Bhasker lost her shoes while visits Lalbagcha Ganapati
Published by: Sandipta Bhanja
  • Posted:September 12, 2019 3:24 pm
  • Updated:September 12, 2019 3:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ধরুন, আপনি মন্দিরে পুজো দিতে গিয়েছেন। ভক্তিভরে পুজো দিয়ে বেরোলেন। বেরিয়ে দেখলেন আপনার জুতোর একপাটি উধাও! সাড়ে সব্বনাশ অবস্থা। সম্প্রতি এমনটাই ঘটেছে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের সঙ্গে।

[আরও পড়ুন: স্টেশন থেকে রেকর্ডিং স্টুডিও, রানুর জার্নির কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন হিমেশ]

মঙ্গলবার লালবাগের রাজা গণপতি দর্শনে গিয়েছিলেন স্বরা। সনাতনী সাজে বেশ লাগছিল তাঁকে। অভিনেত্রীর পরনে ছিল লাল রঙের সালোয়ার কামিজ। পায়ে কোলাপুরি চটি। সেই চটিখানা খুলেই গণপতি মূর্তির সামনে গিয়ে পুজো সেরেছিলেন। ভক্তিভরে প্রণাম করেছেন। গণেশের কয়েকটি ছবিও তুলেছেন। সবকিছু সারার পর পিছনে ফিরতেই দেখলেন তাঁর জুতোর একপাটি গায়েব। শেষে বাধ্য হয়ে হাতে করে জুতোর আরেক পাটি নিয়েই খালি পায়ে হাঁটা লাগালেন। যেই দৃশ্য দেখে মুম্বইয়ে লালবাগে ভীড় জমানো ঠাকুর দর্শকরা অবাক হয়ে গিয়েছেন। অনেকে তো মোবাইলে ক্যামেরাবন্দিও করেছেন স্বরা ভাস্করের খালি পায়ে হাঁটার সেই মুহূর্ত। যেই ভিডিও আপাতত ভাইরাল নেটদুনিয়ায়।

Advertisement

“দর্শনে গিয়ে যদি জুতোই না হারালে, তা আর কীসের দর্শন?”

অনেকেই এই দৃশ্য দেখে ব্যঙ্গ করেছেন। কেউ বা আবার বাহবাও দিয়েছেন। তা জুতোর পাটি হারিয়ে অভিনেত্রী স্বরার কী বক্তব্য? যাবতীয় ব্যঙ্গ-বিদ্রূপ উড়িয়ে দিয়ে সপাটে স্বরার জবাব, “মুম্বইয়ের সবথেকে জনপ্রিয় দেবতার দর্শনে গিয়ে যদি জুতোই না হারালে, তা আর কীসের দর্শন?” ঠিক এরকমই ক্যাপশন লিখে জুতো ছাড়া হাঁটার ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেও শেয়ার করেছেন স্বরা। ভিডিওতে দেখা গিয়েছে, স্বরা রীতিমতো উপভোগ করছেন এই মুহূর্ত। হাসতে হাসেত প্রায় গড়িয়েই যাচ্ছিলেন। শেষে একটি জুতো হাতে নিয়ে কোনওরকমে নিজের গাড়িতে ওঠেন।

[আরও পড়ুন: মেয়েকে সঙ্গে নিয়ে রফির ‘তেরে মেরে প্যায়ার কে চর্চে’ গাইলেন রানু, ভাইরাল ভিডিও]

প্রসঙ্গত, বুধবার অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও লালবাগের গণপতি দর্শনে গিয়েছিলেন। গা ভরতি গয়নায় সেজে, সোনালি রঙের পাট ভাঙা শাড়িতে সনাতনী রাজকীয় সাজে গণেশ আরাধনায় মেতেছিলেন তিনি। দীপিকাকে দেখে ভক্তরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন।  এর আগে অমিতাভ পুরো বচ্চন পরিবারকে নিয়ে গিয়েছিলেন লালবাগচার গণপতি দর্শনে। গিয়েছিলেন আম্বানি পরিবারও।  

https://twitter.com/ReallySwara/status/1171711513247141888
View this post on Instagram

#deepikapadukone for #ganeshpuja

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement