সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন বলিউডের লাইমলাইট থেকে দূরে। সিনেমার পর্দাতেও তাঁর দেখা নেই। তবে মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্যের জেরে বিতর্কের শিরোনামে বিরাজ করেন স্বরা ভাস্কর (Swara Bhasker)। এবার ‘এক ঢিলে দুই পাখি মারা’র মতো মহাকুম্ভ (Mahakumbh stampede) এবং সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ছাবা’কে (Chhaava) বিঁধে বিতর্কে জড়ালেন অভিনেত্রী।
হিজাব পরে মৌলানার সঙ্গে দেখা করার জন্য সাম্প্রতিক অতীতেই সোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছিলেন স্বরা ভাস্কর। সপক্ষে যুক্তি দেখিয়ে অভিনেত্রী বলেছিলেন, “মহম্মদকে সম্মান করার জন্য কোনও বিশেষ ধর্মাবলম্বী হতে হয় না।” এবার মহাকুম্ভ পদপিষ্টের প্রসঙ্গ টেনে ‘ছাবা’কে “হিন্দুত্বের অত্যাচার” বলে কটাক্ষ করলেন স্বরা ভাস্কর। ছেড়ে কথা বলল না নেটপাড়াও। কী এমন বলেছিলেন অভিনেত্রী, যার জেরে নেটপাড়ার রোষানলে পড়তে হল তাঁকে? স্বরা এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “পৃথিবীতে এত ঘৃণা এবং গোঁড়ামি দেখে আমি বিরক্ত। অথচ সোশাল মিডিয়ায় আবার একেই দেশপ্রেম বলে চালিয়ে দেওয়া হয়। ৫০০ বছর আগে হিন্দুদের উপর ঘটে যাওয়া ঘটনার সঙ্গে কাল্পনিক ধ্যানধারনা মেশানো সিনেমা দেখে দর্শকরা বেজায় ক্ষুব্ধ হয়েছেন, অথচ অব্যবস্থাপনার ফলে পদপিষ্ট হয়ে যে ভয়াবহ মৃত্যুর ঘটনা ঘটে গেল, সেটা নিয়ে কারও হুঁশ নেই। এসব দেখে মনে হয়, এহেন সমাজের মন এবং মস্তিষ্কের মৃত্যু ঘটেছে।” ব্যস স্বরার এই পোস্টের পরই নেটপাড়া সরগরম। ফের খাল কেটে কুমিরের মতো বিতর্ককে আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ‘ছাবা’ মারাঠা সাম্রাজ্যের ঐতিহাসিক গৌরবগাথাকে তুলে ধরে। যা কিনা শিবাজিপুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের বীরত্বের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলেছে। যে সম্ভাজিকে মোঘলদের হাতে সাম্রাজ্য শঁপে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেছিলেন ঔরঙ্গজেব। তবে মারাঠা সম্রাট তা অস্বীকার করায় টানা ৪০ দিন তাঁর উপর অত্যাচার চালিয়ে শেষমেশ মৃত্যুদণ্ড দেয় ঔরঙ্গজেব। সেই ছবি দেখেই দর্শকরা প্রেক্ষাগৃহ থেকে কাঁদতে কাঁদতে বেরচ্ছেন। মারাঠিরা ইতিমধ্যেই এই ছবিকে করমুক্ত করার দাবি নিয়ে দেবেন্দ্র ফড়ণবিসের কাছে আর্জি জানিয়েছেন। ইতিহাস বিকৃত না করে সিনেমা তৈরি করার জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও পরিচালক লক্ষ্মণ উতরেকর এবং ভিকি কৌশলের ভূয়সী প্রশংসা করে পিঠ চাপড়ে দিয়েছেন। ‘ছাবা’ এবং ‘মহাকুম্ভ’ নিয়ে এত মাতামাতি সম্ভবত পছন্দ হয়নি স্বরা ভাস্করের। অতঃপর সোশাল পাড়ায় নিজেদের মতামত ব্যক্ত করেছিলেন তিনি। ব্যস, তার জেরেই কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে। কেউ ‘ধর্মান্ত ইসলাম’ বলে কটাক্ষ করলেন স্বরাকে আবার কেউ বা তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুললেন। সবমিলিয়ে স্বরা ভাস্করের মন্তব্যে নেটপাড়ায় নিন্দার ঝড়!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.