Advertisement
Advertisement

Breaking News

‘ভাইয়া’ থেকে ‘সইয়াঁ’! ট্রোলের জবাব দিলেন স্বরার স্বামী ফাহাদ

আর কী বললেন ফাহাদ?

Swara Bhaskars husband Fahad Ahmad finally breaks silence| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 21, 2023 11:48 am
  • Updated:February 21, 2023 11:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাহাদ আহমেদকে বিয়ের পর থেকেই সোশ্য়াল মিডিয়ায় নানাভাবে ট্রোলের শিকার স্বরা ভাস্কর। এমনকী, স্বরার এক পুরনো টুইটকে সামনে নিয়ে এসে নেটিজেনরা কটূক্তি করতে শুরু করেছেন। যে টুইটে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ফাহাদকে ‘ভাই’ সম্বোধন করেছিলেন। আর তা নিয়ে নেটিজেনরা স্বরাকে বলছেন ভাইয়া থেকে সইয়াঁ!

এ নিয়ে অবশ্য মুখ খোলেননি স্বরা। তবে স্ত্রীয়ের হয়ে ট্রোলারদের একহাত নিলেন ফাহাদ আহমেদ। নতুন টুইটে ফাহাদ লিখলেন, ”সঙ্ঘ মনোভাবাপন্নরা এটা অন্তত মানলেন যে, হিন্দু-মুসলিম ভাই-বোন হতে পারেন!”

Advertisement

ঠিক কী ঘটেছিল?

টের পায়নি কাকপক্ষীও। কাউকে না জানিয়েই টুক করে চুপিসারে বিয়ে সেরে ফেললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ৬ জানুয়ারি স্পেশ্যাল অ্য়াক্টে আদালতে বিয়ের রেজিস্টার করে, ১৬ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরে ফেললেন স্বরা। পাত্র সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। সোশ্যাল মিডিয়ায় এই বিয়ের খবর সামনে আসতেই হইচই। নেটিজেনের একাংশ যেমন শুভেচ্ছা জানিয়েছেন স্বরাকে। তেমনি কেউ কেউ স্বরাকে ব্যঙ্গ করতেও ছাড়েননি। ফাহাদের সঙ্গে বিয়ের ছবি দেখে ট্রোলডও হচ্ছেন স্বরা। অনেকে তো বলছেন, মাত্র দু’সপ্তাহ থেকেই ভাইয়া থেকে সইয়াঁ! এ কেমন ব্যাপার?

[আরও পড়ুন: মুম্বইয়ের অনুষ্ঠানে সোনু নিগমের উপর হামলা! আহত হয়ে হাসপাতালে গায়কের বন্ধু]

আসল গপ্পোটা হল, ২ তারিখ ছিল স্বরার স্বামী ফাহাদের জন্মদিন। আর সে দিন টুইটারে ফাহাদকে শুভেচ্ছা জানানোর সময় ভাই সম্বোধন করেন স্বরা। স্বরা লিখেছিলেন, ‘শুভ জন্মদিন ফাহাদ মিয়া। কামনা করি ভাইয়ের আত্মবিশ্বাস অটুট থাকুক। আনন্দে থেকো, থিতু হয়ো, বয়স বাড়ছে, এ বার একটা বিয়ে করে নাও। বছরও দারুণ কাটুক।’ ব্যস, নেটিজেনরা স্বরার সেই পুরনো টুইট প্রকাশ্যে এনে শুরু করে দিয়েছেন ঠাট্টা।

[আরও পড়ুন: টানটান চিত্রনাট্যে শাশ্বত ও অনিলের দারুণ অভিনয়, মিস করবেন না ‘দ্য নাইট ম্যানেজার’ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement