সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক আর স্বরা ভাস্কর (Swara Bhaskar) যেন হাত ধরাধরি করে চলে। সম্প্রতি বারবার তাঁকে সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়াতে দেখা গিয়েছে। ট্রোলিংয়ের (Trolled) শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। এবার ফের ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষকে কেন্দ্র করে মন্তব্য করতে গিয়েও নেটিজেনদের আক্রমণের মুখে পড়তে হল তাঁকে। অনেকেরই অবশ্য দাবি, স্বরা নাকি বিতর্কে জড়াতেই এমন সব পোস্ট করেন।
এই মুহূর্তে ইজরায়েল (Israel) ও প্যালেস্তাইনের (Palestine) মধ্যে সংঘর্ষ উত্তপ্ত আকার ধারণ করেছে। গত সোমবার থেকেই নতুন করে মাথাচাড়া দিয়েছে দুই দেশের পুরনো শত্রুতা। সেই প্রসঙ্গেই স্বরা তাঁর টুইটারে লেখেন ‘ইজরায়েল বৈষম্যবাদী দেশ। ইজরায়েল জঙ্গি দেশ।’ সেই সঙ্গে #AlAqsa #FreePalestine জুড়ে দিতেও দেখা যায় তাঁকে। এখানেই শেষ নয়। আরও একটি পোস্টে তিনি লেখেন, ‘‘প্যালেস্তাইন ও প্যালেস্তানিদের জন্য ন্যায়ের দাবি ইসলামিক নয়। অথবা এটা কেবল মাত্র ইসলামিক নয়। সবার আগে এটা একটা সাম্রাজ্যবাদ-বিরোধী, ঔপনিবেশিকতা-বিরোধী, বৈষম্য-বিরোধী লড়াই। তাই কেবল অ-মুসলিমদেরই নয়, এই বিষয়ে আমাদের সকলের উদ্বিগ্ন হওয়া উচিত।’’
Israel is an apartheid state.
Israel is a terrorist state.
Nuff said. #AlAqsa #FreePalestine— Swara Bhasker (@ReallySwara) May 10, 2021
তাঁর এই টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অনেকেরই মতে, প্রতিটা বিষয়ে কোনও না কোনও মতামত দিতে গিয়েই বিতর্ক বাঁধান স্বরা। বহু নেটিজেনই কটাক্ষ করেন অভিনেত্রীকে। একজন তাঁকে ‘আন্টি’ বলে সম্বোধন করে শ্লেষাত্মক ভঙ্গিতে জানতে চান, ইজরায়েল ভারতের ‘বন্ধু’ দেশ। অথচ সেই দেশকে কটাক্ষ করে প্যালেস্তাইনকে সমর্থন করার কী অর্থ। যেখানে প্যালেস্তাইন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করে। তিনি আরও লেখেন, ‘‘কখনও কখনও নিজের দেশকে নিজের রাজনৈতিক স্বার্থেরও উপরে স্থান দিতে হয়। তবে আপনার কাছ থেকে এসব প্রত্যাশা করা আসলে একটু বেশিই চাওয়া হয়ে যায়।’’
The cause of #Palestine and justice for Palestinians isn’t an Islamic cause.. at least it shouldn’t solely be that.. it is first & foremost an anti imperialist, anti colonial & anti apartheid cause.. & that’s why it should concern us all, even non-Muslims.#FreePalestine #AlAqsa
— Swara Bhasker (@ReallySwara) May 10, 2021
গত সোমবার থেকেই প্যালেস্তানি জঙ্গি ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সোমবার ইজরায়েল অধিকৃত গাজ়া ভূখণ্ড এবং জেরুসালেমের একাংশে হামলা চালিয়েছিল হামাস। পালটা জবাব দেয় ইজরায়েলও। এরপর হামাসও পালটা রকেট হামলা চালিয়েছে। দুই দেশেরই বহু মানুষ মারা গিয়েছেন এই সংঘর্ষে। আহত বহু। গুঁড়িয়ে গিয়েছে বহু ইমারত। পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.