সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই হিজাব পরে মৌলানার সঙ্গে দেখা করার জন্য সোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছিলেন স্বরা ভাস্কর। সেই ঘটনার প্রসঙ্গ তুলেই সম্প্রতি স্বরাকে কটাক্ষ করেছেন বিজেপি দলের অনেক নেতারাই। স্বামী ফাহাদ আহমেদের হয়ে মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে বেরিয়ে এবার সেই প্রসঙ্গই তুললেন স্বরা (Swara Bhaskar)। গেরুয়া বাহিনিকে একহাত নিয়ে স্বরা স্পষ্ট জানালেন, মহম্মদকে সম্মান করার জন্য কোনও বিশেষ ধর্মের হতে হয় না। যেকোনও ধর্মে থেকেই মহম্মদকে সম্মান করা যায়।
বরাবরই বিজেপির বিরোধিতা করেন স্বরা। মাঝে মধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বরাবরই সরব হন তিনি। এমনকী, ফাহাদের সঙ্গে বিয়ের সময়ও তাঁকে বহুবার কটাক্ষের মুখে পড়তে হয়েছিল।
“It doesn’t matter which caste you were born into to have respect for Prophet Muhammad.”
-Swara Bhasker.pic.twitter.com/euElh6f711
— Dhruv Rathee (Parody) (@dhruvrahtee) November 18, 2024
মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে বেরিয়ে এদিন স্বরা বলেন, ”এটা সত্য যে আমি হিন্দু পরিবারে জন্মেছি, বড় হয়েছি। এটা সত্য যে আমি একজন মুসলিমকে বিয়ে করেছি। কিন্তু আমি এটা পরিষ্কার করে দিতে চায় যে কোন ধর্ম বা জাতের আপনি সেটা কখনই বাঁধা হয়ে দাঁড়াতে পারে না নবী মহম্মদকে সম্মান জানানোর জন্য।” স্বরার এই মন্তব্যই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসের ৬ তারিখ স্পেশ্যাল অ্য়াক্টে দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে রেজিস্ট্রার করেন স্বরা। তারপর ১৬ ফেব্রুয়ারি পরিবারকে স্বাক্ষী রেখে সই সাবুদের বিয়ে সারেন অভিনেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.