সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে গর্জে উঠলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। নিজের সন্তানকে কোলে নিয়ে সেই মায়েদের কথা উল্লেখ করলেন স্বরা। যাঁরা হারিয়েছে তাঁদের সন্তানদের। সেই কোলশূন্য মায়েদের ব্যথাকে যেন অনুভব করতে পারলেন স্বরা।
স্বরা লিখলেন, ” যে কোনও মা, বিশেষ করে যাঁরা সদ্যই মা হয়েছেন তাঁরা জানেন, একরত্তি সন্তানের দিকে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন আনন্দের , পরিপূর্ণতার অনুভূতি নিয়ে। আমারও তেমনটা করেই সময় কাটছে। কিন্তু একই সঙ্গে জানি আজ আমার মতো আরও অনেক মায়েরাই শিউরে উঠছেন, এই ভয়াবহ ভাবনা থেকে নিজেদের সরিয়ে রাখতে পারছেন না। গাজায় যে শিশুরা জন্মেছে সেটা যেন তাঁদের কাছে অভিশাপ, ওদের রোজ মারা যেতে হচ্ছে একটা পরাধীনতার আকাশের নিচে। আমার সন্তান যদি গাজায় জন্মাত, কী হতো। ভাবলেই শিউড়ে উঠছি।”
প্রসঙ্গত, তেরো দিনে পা রেখেছে হামাস জঙ্গি গোষ্ঠী বনাম ইজরায়েলের রক্তক্ষয়ী লড়াই। গাজায় ঢুকে একের পর এক হামাসেরর ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েলের সেনা। খতম করা হচ্ছে জেহাদিদের। যুদ্ধ ঘোষণার পর প্যালেস্টাইনের এই সন্ত্রাসবাদী দলকে হুঁশিয়ারি দিয়ে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। এবার গাজা সীমান্তে দাঁড়িয়ে তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিলেন,”জয়ের জন্য প্রস্তুত হও।”
গত সপ্তাহ থেকেই গাজায় (Gaza) অভিযান শুরু করেছে ইজরায়েলি ফৌজ। পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে সময়সীমা বেঁধে দিয়ে দক্ষিণ গাজায় বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইহুদি দেশটি। গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছেন নেতানিয়াহু। ঘুরে দেখছেন সেনা ঘাঁটি। এই মুহূর্তে গাজা সীমান্তে মোতায়েন করা সেনাবাহিনীর সঙ্গে দেখা করেন তিনি। নির্দেশ দেন, “জয়ের প্রস্তুতি শুরু করো। সর্বশক্তি দিয়ে জয়ী হবে ইজরায়েল।” এই মুহূর্তে গাজার গুরুত্বপূর্ণ এলাকা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েলি (Israel) ফৌজ।
View this post on Instagram
বলে রাখা ভালো, বুধবার আকাশপথে গাজার হাসপাতালে হামলায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। হামলার অভিযোগ তোলা হয়েছে ইজরায়েলের দিকে। কিন্তু প্রমাণ দিয়ে সেই দাবি নস্যাৎ করে দেয় নেতানিয়াহুর প্রশাসন। এই বিষয়ে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা (US)। বুধবারই যুদ্ধ পরিস্থিতি খতিয়ে দেখতে তেল আভিভে পৌঁছেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। গতকাল ইহুদিভূমে পা রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak)। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.