Advertisement
Advertisement

Breaking News

Swara Bhaskar

‘বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! লাভ জিহাদের সন্তান’, এয়ারপোর্টে বেবিবাম্প নিয়ে তুমুল ট্রোলড স্বরা

অভিনেত্রীর পোশাক নিয়েও উঠল প্রশ্ন।

Swara Bhaskar flaunting her baby bump at Mumbai airport, got trolled | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 17, 2023 5:05 pm
  • Updated:June 17, 2023 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের চার মাসের মধ্যেই গর্ভবতী হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন স্বরা ভাস্কর। যে বিষয়ে চর্চা, সমালোচনা নিরন্তর! কেউ স্বরার গর্বের সন্তানকে লাভ জিহাদের প্রতীক বলে কটাক্ষ করছেন তো কেউ বা আবার হবু মাকে সভ্য পোশাক পরার পাঠ দিয়ে যাচ্ছেন।

কথাতেই আছে- ‘মায়ের থেকে মাসির দরদ বেশি’! স্বরা ভাস্করের সঙ্গেও ঠিক এমনই ঘটনা ঘটল। হবু মাকে নিয়ে মাথাব্যথার অন্ত নেই নেটপাড়ার নীতিপুলিশদের। বেবিবাম্প নিয়ে প্রথমবার বিমানসফর করছেন অভিনেত্রী। মুম্বই এয়ারপোর্টে অন্তঃসত্ত্বা স্বরা ভাস্করকে দেখতেই অযাচিত জ্ঞানের বুলি আওড়ানো শুরু করলেন নেটিজেনদের একাংশ। স্বরা ভাস্করের পোশাক নিয়ে কাটাছেঁড়া তো চলছেই, এমনকী তাঁর গর্ভের সন্তান প্রসঙ্গেও কুকথা শোনাতে ছাড়ছেন না তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: ব্রাজিলে আলিয়া, মুম্বইয়ে বসে কাপুরবধূর ‘চিয়ারলিডার’ ননদ করিনা]

শনিবার বিমানবন্দরে স্বরা ভাস্করকে দেখতেই পাপ্পারাজিরা ঘিরে ধরেন। বেবিবাম্প নিয়ে ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দেন অভিনেত্রী। খুশি মনেই স্বরা বলেন, “প্রথমবার বেবিবাম্প নিয়ে ট্রাভেল করছি।” পরনে কালো শর্টড্রেস। চোখেমুখে মাতৃত্বের লাবণ্য ঝরে পড়ছে। তবে তা দেখে নেটপাড়ার একাংশ ভাল মনে নেয়নি। অতঃপর স্বরাকে কুকথা শোনাতেও ছাড়লেন না।

[আরও পড়ুন: ‘গদর’ ছবির পোশাকেই ছেলের বিয়ের অনুষ্ঠানে হাজির সানি দেওল! নাচলেন ধর্মেন্দ্র]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

কেউ বললেন, ‘ভাইয়ের সন্তান পেটে।’ কারও মন্তব্য, ‘এত্ত তাড়াতাড়ি আপনাকে অন্তঃসত্ত্বাও করে দিল ভাই!’ কটাক্ষ করে কেউ বলছেন, ‘হিজাব কোথায়?’ কারও কথায়, ‘এই তো লাভ জিহাদের সন্তান। লাভ জিহাদের জীবন্ত উদাহরণ…।’ সবমিলিয়ে স্বরা ভাস্করের এয়ারপোর্টের ভিডিও ভাইরাল হতেই সরগরম নেটপাড়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement