Advertisement
Advertisement
New Bengali Films

‘কাবুলিওয়ালা’ মিঠুন, প্রবীর রায়চৌধুরী হয়ে ফিরছেন প্রসেনজিৎ, ঘোষিত একগুচ্ছ বাংলা ছবি

টলিউডের প্রথম কপ ইউনিভার্স আনছেন পরিচালক সৃজিত।

SVF and Jio Studios join hands for these new Bengali films | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 15, 2023 6:42 pm
  • Updated:April 15, 2023 6:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি একগুচ্ছ নতুন বাংলা সিনেমার ঘোষণা করল এসভিএফ। এই প্রথমবার প্রযোজনা সংস্থা জুটি বেঁধেছে জিও স্টুডিওজের সঙ্গে। আর তাতেই বড়পর্দায় ‘কাবুলিওয়ালা’ হয়ে আসছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আবার ‘বাইশে শ্রাবণ’-এর প্রবীর রায় হয়ে ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

SVF-Movies-1

Advertisement

আগেই শোনা গিয়েছিল, টলিউডের প্রথম কপ ইউনিভার্স তৈরি করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। আর তাতে হাত মেলাবে ‘বাইশে শ্রাবণ’-এর প্রবীর রায়চৌধুরী (প্রসেনজিৎ) এবং ‘ভিঞ্চি দা’র বিজয় পোদ্দার (অনির্বাণ)। সেই জল্পনায় পয়লা বৈশাখে সিলমোহর পড়ল। নতুন এই ছবি নাম ‘দশম অবতার’। আর তাতে প্রসেনজিৎ, অনির্বাণের পাশাপাশি যিশু সেনগুপ্ত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে। ২০২৩ সালের অক্টোবরে মুক্তি পাবে ছবিটি।

[আরও পড়ুন: দুর্বল গল্পে নিষ্প্রাণ ‘মিসেস আন্ডারকভার’, দুর্গা হয়ে নজর কাড়তে পারলেন না রাধিকা]

এদিকে বাংলার বড়পর্দায় ‘কাবুলিওয়ালা’ হয়ে ফিরছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সুমন ঘোষের পরিচালনায় তৈরি হচ্ছে ছবিটি। এসভিএফ ও জিও স্টুডিওজের ব্যানারে নতুন ছবি তৈরি করবেন রাজ চক্রবর্তীও। আর সেটি মুক্তি পাবে ২০২৪ সালে।

এদিকে শেকসপিয়ারের ওথেলো অবলম্বনে তৈরি হচ্ছে অর্ণ মুখোপাধ্যায়ের ছবি ‘অথৈ’। যার ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। ২০২৪ সালে মুক্তি পাবে ছবিটি। ২০২৩ সালের আগস্টে মুক্তি পাবে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘বগলা মামা যুগ যুগ জিও’। উল্লেখ্য, সারা ভারতে এমন অন্তত ১০০টি নতুন প্রজেক্ট তৈরি করছে জিও স্টুডিওজ। 

[আরও পড়ুন: চোখে চশমা, হাতে ফণাধারী সাপ, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র ফার্স্টলুকে চমকে দিলেন দেব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement