Advertisement
Advertisement
Sushmita Sen

‘ওরা সুখী হোক!’ ললিত মোদির টুইট নিয়ে মুখ খুললেন সুস্মিতার প্রাক্তন প্রেমিক রোহমান

গত বছরই সুস্মিতার সঙ্গে সম্পর্কে ইতি টানেন রোহমান।

Sushmita Sen's ex-boyfriend Rohman Shawl reacts to her relationship with Lalit Modi | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 15, 2022 4:40 pm
  • Updated:July 15, 2022 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্মিতা সেনের সঙ্গে ডেটিং করছেন ললিত মোদি। টুইটে সুস্মিতাকে ‘বেটার হাফ’ সম্বোধন করে দু’ জনের গোপন প্রেমকে প্রকাশ্যে আনার পর থেকেই ললিত ও সুস্মিতাকে নিয়ে হইচই গোটা দুনিয়ায়। এদিকে ললিত খোলাখুলি সব বললেও, সুস্মিতা মুখে কুলুপ এঁটেছেন কুলুপ। এমনকী, ললিত, সুস্মিতার প্রেম নিয়ে কিছুই জানেন না সুস্মিতার বাবা সুবীর সেন ও ভাই রাজীব। সংবাদমাধ্যমে তাঁরা স্পষ্টই তা জানিয়েছেন। তবুও গুঞ্জন যেন থামছে না। আর এবার ললিত ও সুস্মিতার প্রেম, টুইট নিয়ে মুখ খুললেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরীর প্রাক্তন রোহমান শল। সংবাদ মাধ্যমকে রোহমান জানিয়েছেন, ”ভাল থাকুক ওরা। শুভেচ্ছা রইল।”

পিঙ্কভিলাকে রোহমান জানিয়েছেন, ”ওদের জন্য আমাদের খুশি হওয়া উচিত। ভালবাসা খুবই সুন্দর জিনিস। তবে এটা বলতে চাই। সুস্মিতা যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে, সে সত্যিই ভাগ্যবান।”

Advertisement

[আরও পড়ুন: এবার বলিউডে যশ দাশগুপ্ত, কার সঙ্গে জুটি বাঁধছেন নুসরত প্রেমিক? ]

টুইটে ঠিক কী লিখেছিলেন ললিত?

প্রথমে রটে গিয়েছিল প্রেম নয়, গোপনে সুস্মিতাকে (Sushmita Sen ) বিয়েই করে ফেলেছেন ললিত মোদি (Lalit Modi)। তবে সেই গুঞ্জনে জল ঢেলে ললিত টুইটে জানালেন, ”সবে মাত্র লন্ডনে এসে পৌঁছলাম। সদ্য শেষ করেছি মালদ্বীপ এবং সারদিনিয়া ট্যুর। সঙ্গে আমার পরিবার এবং আমার বেটার হাফ সুস্মিতা সেন। নতুন জীবনের শুরু।” ললিত মোদির এহেন টুইট নিয়ে যখন ঝড় উঠেছে, তখন আরও একটা টুইট করেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান। সেই টুইটে তাঁর ও সুস্মিতার সম্পর্ক নিয়ে লিখেছেন, ”ভালবাসা মানেই বিয়ে নয়। ভগবানের কৃপায় হয়তো সেটাও হবে। আমি শুধু সবাইকে জানাতে চাই, আমরা একসঙ্গে রয়েছি!”

সুস্মিতা অভিনয়ের জন্য তেমন জনপ্রিয়তা না পেলেও তাঁর ব্যক্তিত্ব ও জীবনযাপন বারবারই আলোচনায় উঠে এসেছে। ভক্তের সংখ্যা অসংখ্য। আজও বহু পুরুষ তাঁর রূপ ও গুণে মুগ্ধ। একাধিক সম্পর্কে জড়ালেও, বিয়ের পিঁড়িতে আজও বসেননি বঙ্গতনয়া। বার তিনেক বিয়ে হতে হতেও হয়নি সুস্মিতার। অভিনেতা রণদীপ হুডা,  পরিচালক বিক্রম ভাট থেকে রোহমান শল– এমন অসংখ্য সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা। বিয়ে না করলেও দুই কন্যাসন্তানের মা সুস্মিতা। দু’জনকেই সুস্মিতা দত্তক নিয়েছেন। সেদিক দিয়ে সুস্মিতা সমাজে এক নতুন উদাহরণ তৈরি করেছেন। তবে এবার ললিত মোদির সঙ্গে সম্পর্ক বিয়ের পিঁড়ি অবধি গড়ায় কি না সেটাই দেখার।

[আরও পড়ুন: বড়পর্দার পর এবার ছোটপর্দায় দেব ও রুক্মিণী! কোন শোয়ে দেখা যাবে ‘কিশমিশ’ জুটিকে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement