সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথাই বলতে পারছেন না সুস্মিতা সেন। মুখ ফুল ঢোল! তবুও পাপারাজ্জিদের দেখে ইশারায় নিজের অসুবিধার কথা জানালেন সুস্মিতা। পাশে তখন দাঁড়িয়ে সুস্মিতার প্রেমিক রোহমন শল। তা হঠাৎ কী হয়েছে সুস্মিতার?
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই প্রচণ্ড দাঁতের ব্যথায় ভুগছেন সুস্মিতা। সেই কারণেই ডাক্তারের কাছে এসেছেন তিনি। সঙ্গে রয়েছে তাঁর প্রেমিক রোহমন। পাপারাজ্জিদের দেখে ইশারাতেই সুস্মিতা বললেন, ”এখানে এসেছি জানলেন কী ভাবে?”
‘আরিয়া’ সিরিজের শুটিং চলাকালীন সুস্মিতার হার্ট অ্যাটাক হয়। যা নিয়ে এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি এমন একজন ব্যক্তি, যে সব সময়ে জীবনকে উদযাপন করে। আমি সব সময় সুখী ছিলাম। এটি সত্যিই আমাকে এই সমস্যাটি মোকাবেলা করতে সাহায্য করেছে। কারণ আমি অপারেশন টেবিলেও হাসছিলাম।’
প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী জানান, তাঁর খুবই বড় হার্ট অ্যাটাক হয়েছিল। আর্টারিতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। নিয়মিত শরীরচর্চা করতাম বলেই এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পেরেছেন। অনুরাগীদের উদ্দেশে সুস্মিতা বলেছিলেন, “এই ঘটনার পর আমি ভীত নই। বরং আত্মবিশ্বাস নিয়ে বাঁচার শপথ নিয়েছি। বেঁচে থাকাটাই বড় কথা।”
২০২২ সালে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। কিন্তু একে-অপরের থেকে দূরে সরে যাননি। বরং বন্ধুত্ব বজায় রেখেছিলেন সুস্মিতা-রোহমন। সেই বন্ধুকে নিয়েই আবার বিটাউনের ইতি-উতি দেখা যাচ্ছে রোহমন শলকে। কখনও বা নায়িকার সফরসঙ্গী তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.