Advertisement
Advertisement
Sushmita Sen

তৃতীয় লিঙ্গের সমানাধিকারের জন্য কঠিন লড়াই, ‘তালি’র ট্রেলারে ঝাঁজালো সুস্মিতা

কোথায়, কবে দেখতে পাবেন ‘তালি’ সিরিজ? জানুন।

Sushmita Sen unveils Taali Official Trailer | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 7, 2023 3:45 pm
  • Updated:August 7, 2023 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তালি’র টিজারে বৃহন্নলার ভূমিকায় সুস্মিতা সেনকে দেখে হতবাক অনুরাগীরা। প্রান্তিক মানুষদের হয়ে গৌরী সাওয়ান্ত চোয়াল শক্ত করে যে লড়াইটা লড়ে গিয়েছেন, সিরিজে সেই ঘটনাই তুলে ধরবেন অভিনেত্রী। ‘তালি’র পয়লা ঝলকেই নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন সুস্মিতা সেন। এবার ‘তালি’র ট্রেলারে তৃতীয় লিঙ্গের সমানাধিকারের জন্য় আরও বৃহত্তর লড়াইয়ের কাহিনি তুলে ধরলেন সুস্মিতা সেন।

Sushmita-Sen-Taali-3

Advertisement

কিন্নর সমাজকর্মী গৌরী সাওয়ান্তের জীবনকাহিনি নিয়ে বাস্তব প্রেক্ষাপটে সাজানো হয়েছে এই সিরিজের গল্প। বৃহন্নলার ভূমিকায় অভিনয় করতে গিয়ে কম কাঠখড় পোহাতে হয়নি সুস্মিতা সেনকে। প্রথম যেদিন কিন্নর ভূমিকায় নিজের লুক প্রকাশ্যে এনেছিলেন, সেদিন নেটপাড়ায় ‘ছক্কা’ বলে হেনস্তা করা হয়েছিল অভিনেত্রীকে। ভয়ংকর সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি শেয়ার করেছেন সুস্মিতা। তবে দমে যাননি তিনি। বরং আদা-জল খেয়ে কড়া প্রস্তুতি নিয়েছিলেন গৌরী সাওয়ান্তের জুতোতে পা গলানোর জন্য।

Sushmita-Sen-Taali

প্রস্থেটিকের দ্বারস্থ না হয়ে, পুরুষালি শারীরিক গড়ন আনতে বাড়িয়ে দিয়েছিলেন নিজের ওজন। ডাবিংয়ের সময় পুরুষালি কণ্ঠ নিজে আলাদা করে রেকর্ড করেছিলেন। যার জন্যে গলার স্বর ভেঙে গিয়েছিল সুস্মিতার। বুকে ব্যান্ডেজ বেঁধে শুট করতে হয়েছিল অভিনেত্রীকে। আর যে সিরিজের জন্য এত পরিশ্রম করেছেন, তার জন্য নেটপাড়ায় হেনস্তার শিকার হতে হয় তাঁকে। এবার ‘তালি’র ট্রেলার শেয়ার করে সুস্মিতা সেনের বার্তা, “নিজের আত্মসম্মান, স্বাধীনচেতা হওয়ার লড়াই নিয়ে গৌরী এসে গিয়েছে।”

[আরও পড়ুন: ‘ও যে মানে না’, ‘ব্যোমকেশ দুর্গরহস্য’র নতুন গানে পুরোদস্তুর ‘ফ্যামিলি ম্যান’ সত্যান্বেষী দেব]

প্রসঙ্গত, ‘তালি’ সিরিজে কিন্নর সমাজকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী। পুণেতে গণেশ নামে জন্ম হয়েছিল গৌরী সাওয়ান্তের। তাঁর বাবা ছিলেন কড়া পুলিশকর্মী। অল্প বয়সেই মাকে হারান। ঠাকুমা তাঁকে বড় করে তোলেন। তাঁর কারণে বাবার কষ্ট হোক, চাননি বলেই আঠেরো বছর বয়সে বাড়ি ছাড়েন তিনি। সোজা মুম্বইয়ে চলে আসেন গৌরী। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করতে শুরু করেন। নানা সমাজসেবামূলক কাজ করেছেন গৌরী। রূপান্তরিত, রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষরা যাতে শিশুদের দত্তক নেওয়ার অধিকার পান। সেই লড়াইয়ের অংশীদার হন তিনি। নিজে এক শিশুকন্যাকে দত্তক নেন। গৌরী সাওয়ান্তের মতো সেই বলিষ্ঠ চরিত্রই এবার রবি যাদবের হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মে আসছে ১৫ আগস্ট। সোমবার মুক্তি পেল তার ট্রেলার।

[আরও পড়ুন:‘প্রধান’ নয়, দেবের এই সিনেমার জন্য আগে নির্বাচিত হয়েছিলেন সৌমিতৃষা! কেন বাদ পড়লেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement