Advertisement
Advertisement

Breaking News

Sushmita Sen

বৃহন্নলা হয়ে চমক সুস্মিতার, ‘তালি’র টিজারে দিলেন বলিষ্ঠ বার্তা

সমাজকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী।

Sushmita Sen transforms into trans in ‘Taali’ teaser | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 29, 2023 2:56 pm
  • Updated:July 29, 2023 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গলায় রুদ্রাক্ষের মালা। কপালে বড় লাল টিপ। চোখে মুখে তীক্ষ্ণতা। এভাবেই বৃহন্নলার সাজ ধারণ করেছেন সুস্মিতা সেন (Sushmita Sen)। ‘তালি’ সিরিজে সমাজকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী। তাঁর ফার্স্টলুক আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশ্যে এল টিজার।

Sushmita-Sen-Taali-3

Advertisement

পুণেতে গণেশ নামে জন্ম হয়েছিল গৌরী সাওয়ান্তের। তাঁর বাবা ছিলেন কড়া পুলিশকর্মী। অল্প বয়সেই মাকে হারান গৌরী। ঠাকুমা তাঁকে বড় করে তোলেন। আঠেরো বছর বয়সে বাড়ি ছাড়েন গৌরী। তাঁর কারণে বাবার কষ্ট হোক, তা চাননি বলেই ঘর ছাড়েন। বাড়ি ছাড়ার পর মুম্বইয়ে চলে আসেন গৌরী। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করতে শুরু করেন। নানা সমাজসেবামূলক কাজ করেছেন গৌরী।

Sushmita-Sen-Taali 1

[আরও পড়ুন: সেন্সরে বাদ পড়েনি ‘খেলা হবে’ ও ‘রবিঠাকুর’, বিতর্ক নিয়েই বক্স অফিসে দারুণ এন্ট্রি ‘রকি-রানি’র]

যৌনকর্মী এবং লিঙ্গের ভিত্তিতে সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়ান তিনি। রূপান্তরিত, রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষরা যাতে শিশুদের দত্তক নেওয়ার অধিকার পান। সেই লড়াইয়ের অংশীদার হন তিনি। নিজে এক শিশুকন্যাকে দত্তক নেন। গৌরীর কাহিনি এক বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল। এবার উঠে এল ওয়েব সিরিজে। যেখানে গৌরীর চরিত্রে বলিষ্ঠ বার্তা দিয়েছেন সুস্মিতা।

Sushmita-Sen-Taali

রবি যাদবের পরিচালনায় নতুন এই সিরিজে অভিনয় করেছেন সুস্মিতা। নিজেকে যেন একেবারে পালটে ফেলেছেন অভিনেত্রী। কিন্নরের ভূমিকায় অভিনয়ের জন্য বাচনভঙ্গিতেও এনেছেন পরিবর্তন। সুস্মিতা ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নীতীশ রাঠোর, অঙ্কুর ভাটিয়া, ঐশ্বর্য নারকর। আগামী ১৫ আগস্ট থেকে জিও সিনেমায় দেখা যাবে ‘তালি’।

[আরও পড়ুন: বিয়ের বয়স মাত্র পাঁচ মাস, জলদি মা হতে চাইছেন কিয়ারা! নেপথ্যে বিশেষ কারণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement